শুক্রবারই অন্তবর্তীকালীন জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কোজরিওয়াল। সামনেই নির্বাচন। তাই সময় নষ্ট না করে শনিবার থেকেই পুরোদমে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। ২৫ মে ভোট রয়েছে দিল্লিতে। শনিবার সকালে হনুমান মন্দিরে পুজো দিয়ে আপের দপ্তরে সাংবাদিক সম্মেলন রয়েছে তাঁর। বিকেল চারটে নাগাদ দক্ষিণ দিল্লিতে রোড শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ছ’টা নাগাদ পূর্ব দিল্লির কৃষ্ণনগরে রোড শো। শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে নিজের বাসভবনে আসেন কেজরিওয়াল। সেখানে ঢাক. ঢোল নিয়ে ভিড় জমিয়েছিলেন আপ কর্মী সমর্থকরা। তাঁদের উদ্দেশেও হাত নাড়েন তিনি। এরপর শনিবার থেকেই নির্বাচনকে পাখির চোখ করে পুরোদস্তুর প্রচারে আপ সুপ্রিমো। আপ সূত্রে খবর, শুধু দিল্লিতেই নয় হরিয়ানা এবং পাঞ্জাবেও যেতে পারেন কেজরি। ইন্ডিয়া ব্লকের হয়ে ইতিমধ্যেই দেশজুড়ে প্রচার করছেন নেতারা। তার মধ্যে কেজরিওয়াল যোগ দেওয়ায় কর্মী সমর্থকরা আলাদা উৎসাহ পাবেন বলেই মনে করা হচ্ছে।
Related Posts
মধ্যপ্রদেশে রাতভর দরজা আটকে দলিত মহিলাকে মারধর করল রেল পুলিশ, ভাইরাল ভিডিও
মধ্যপ্রদেশের কাটনি থেকে এবার একটি ভিডিও সামনে এল। যেখানে জিআরপি আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video) যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের […]
‘এক দেশ, এক ভোট’-এর প্রস্তাবে সিলমোহর মোদির মন্ত্রিসভার, শীতকালীন অধিবেশনেই বিল পেশ!
এক দেশ এক নির্বাচনের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ দীর্ঘদিন ধরেই লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করানোর জন্য তৎপর মোদি সরকার৷ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন, শীঘ্রই ‘এক দেশ, এক ভোট’ প্রক্রিয়া লাগু হতে চলেছে দেশে। শাহের ইঙ্গিতের পর দিনই সেই প্রক্রিয়ায় আরও একধাপ এগিয়ে নিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হল […]