হুগলির চুঁচুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভার আগে হুগলির সাংগঠনিক জেলার পার্টি অফিসে জেলা নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় দলের কর্মী-সমর্থকরা ৷ সেই ঝামেলা থামানোর জন্য ময়দানে নামতে হয় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ৷ এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূলের বিধায়ক অসীমা পাত্র ৷ বিজেপি সূত্রে খবর, চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা অফিসে বুথস্তরের সভাপতিদের নিয়ে বৈঠক চলছিল। সেই সময় বিক্ষোভে দেখাতে শুরু করেন সপ্তগ্রাম বিধানসভার বুথ সভাপতিদের একাংশ ৷ অভিযোগ, নির্বাচনী কাজে তাঁদের কোনও দায়িত্ব দেওয়া হচ্ছে না ৷ বরং সেই সুযোগ পাচ্ছেন নবাগতরা ৷ সেই নিয়ে বৈঠকের মধ্যেই গণ্ডগোল শুরু হয় ৷ নির্বাচনের মধ্যে দলের ‘ভাঙন’ রুখতে বাধ্য হয়ে মাঠে নামতে হয় লকেটকে ৷ ঘটনার একটি ভিডিয়ো ভাইরালও হয়ে যায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি City Next) ৷ সেই ভিডিয়োতে দেখা যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ক্ষতি করার হলে কর ৷ তবে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে হবে আমাদের সকলকে ৷ কাউকে কোথাও সরানো হবে না ৷ সমস্যা থাকলে তার সমাধান করতে হবে ৷ সবাই একত্রিত হয়ে সেই সমাধান বের করব ৷” এদিকে ঘটনার কথা চাউর হতেই বিজেপিকে আক্রমণ করেন অসীমা পাত্র ৷ কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপিকে চোর বলে তৃণমূল ৷ এদিকে দলের যে সাংগঠনিক জেলা সভাপতির লকেটের সঙ্গে ঘোরেন, তাঁর বিরুদ্ধে সরব তাঁরই দলের লোকজন ৷” তৃণমূল নেত্রীর এই বক্তব্যের উত্তরে বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, “আমাদের মধ্যে কী হয়েছে সেটা তৃঁমূল জানে না । ওরা নিজের মত বানিয়ে বলছে । ওরা প্রমাণ করতে পারবে জেলা সভাপতি কারও কাছে হাত পেতে চাঁদা নিয়েছে ? ক্ষোভ কিছু নয় ৷ কনভেনার হয়তো ডাকেনি, তাই কর্মীরা ওরকম বলেছেন । এতে নির্বাচনে ক্ষতির আশঙ্কা নেই । আমরা নিঃস্বার্থে বিজেপি করি । দলের কর্মীরা দলের ক্ষতি হোক তা চাইবে না । স্লোগান হয়েছে প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের পক্ষে । সাংগঠনিক আলোচনার ভিডিয়ো বাইরে প্রকাশিত হল কী করে, জানি না । আমাদের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই ।”
Related Posts
বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি
ভরদুপুরে বেলঘরিয়া এলাকায় শ্যুট আউট। এক ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শনিবার দুপুরে বেলঘরিয়া রথতলা মোড়ে ব্যবসায়ীর বিলাসবহুল গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। এদিন আচমকাই একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী গাড়িটিকে ঘিরে ধরে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, রথতলা মোড়ে দাঁড়িয়ে থাকা […]
বজবজ-শিয়ালদা রেল লাইনে ফাটল
হাওড়া বর্ধমান মেন লাইনে লোকাল ট্রেন স্টপেজ ছিল চুঁচুড়া স্টেশনে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও সেখানে না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। এতেই স্তম্ভিত অফিস ফিরতি যাত্রীরা। পরে আবার সেই ট্রেনই ফিরে আসে । এমনই বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল ট্রেনের যাত্রীরা। এই ট্রেনটি বর্ধমান সুপার নামে পরিচিত যাত্রীদের […]
আয়াকে বাড়িতে আটকে যৌন নির্যাতন, অভিযুক্ত বিজেপি নেতা স্পন্দন দাসকে ধরে গণপিটুনি দিল এলাকাবাসী
আয়াকে বাড়িতে আটকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি সেই নেতাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছে যায় ঘোলা থানার পুলিশ। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, পানিহাটি নাটাগর এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার […]