এবারও জামিন পেলেন না কে কবিতা। আবগারী দুর্নীতি মামলায় এবার আগামী ২০ মে পর্যন্ত বিআরএস নেত্রী কে কবিতার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইডির তরফে ষষ্ঠ চার্জশিট পেশের পর আবগারী দুর্নীতি মামলায় এবারও জামিন অধরা রইল কবিতার। প্রসঙ্গত আর্থিক তছরূপ মামলায় গত শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটানা ২০০ পাতার একটি চার্জশিট পেশ করে আদালতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা ওই চার্জশিটের প্রেক্ষিতে মঙ্গলবার ফের দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তরফে তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যার জামিন নতুন করে বাতিল করা হয়।
Related Posts
একই ফ্রেমে মোদি-রাহুল! সংসদের চা চক্রে বিরল ছবি
রাজনীতিতে তাঁরা একে অপরের চরম বিরোধী। একে অপরকে আক্রমণ পালটা আক্রমণ করতে কেউ পিছুপা হন না। কিন্তু, সেই বিরোধকে সরিয়ে কিছু সময়ের জন্য একই ফ্রেমে দেখা গেল প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। শুধু একই ফ্রেমে তাদের দেখাই গেল না একে অপরকে তাঁরা অভিবাদনও জানালেন। এমনই বিরল ছবি ধরা পড়ল সংসদ চত্বরে একটি সর্বদলীয় […]
নৌবাহিনী প্রধান হচ্ছেন দীনেশ কুমার ত্রিপাঠি
দেশের নতুন নৌবাহিনী প্রধান হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের জায়গায় বসতে চলেছেন। ৩০ এপ্রিল অবসর গ্রহণ করবেন অ্যাডমিরাল আর হরি কুমার। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, পিভিএসএম, এভিএসএম, এনএম, বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, ১৫ মে, ১৯৬৪ […]
‘রোজ সংবিধান হত্যা দিবস পালন হচ্ছে’, তোপ মল্লিকার্জুন খাড়গের
প্রতি বছর ২৫ জুন দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করা হবে বলে গতকালই ঘোষণা করেছে সরকার। উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এই আবহে বিজেপি সরকারের এই দিবস পালনের ঘোষণায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে বিরোধীরা এক সুরে তোপ দেগেছে শাসক বিজেপিকে। আবার পুরনো স্মৃতি টেনে এনে কংগ্রেসকে […]