সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে বনকর্মীর মৃত্যু  

সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে প্রাণ হারালেন বনকর্মী অমলেন্দু হালদার। এই ব্যক্তি রায়দিঘির বাসিন্দা ছিলেন। শনিবার সন্ধেয় বোট নিয়ে টহল দিতে বেরিয়েছিলেন। সে সময় বনকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় চোরাশিকারীরা। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় সুন্দরবনের বিদ্যা রেঞ্জে অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। বোটে নিহত বনকর্মীর সঙ্গে ছিলেন আরও ৩জন কর্মী ও বোটের ২ কর্মী। চোরাশিকারীদের সঙ্গে মুখোমুখি হওয়ার পর দুইপক্ষই গুলি চালায়। নিহত বনকর্মীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে গুলি করার পরেও, ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

error: Content is protected !!