সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। এদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় সানরাইজার্সের। বড় ম্যাচে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক। আগুনে স্পেল করেন তিনি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ট্রেভিড হেড, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদদের উইকেট নিয়ে হায়দরাবাদের কোমড় ভেঙে দেন অজি স্পিড স্টার। সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। মাঝে হেনরিক ক্লাসেন ও রাহুল ত্রিপাঠী ব্যাটে কিছুটা ম্যাচে ফেরে সানরাইজার্স। দুই তারকা ব্যাটার মিলে বেশ কিছু অনবদ্য শট খেলেন। অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। অর্ধশতরান করেন তিনি। কিন্তু ত্রিপাঠী ৫৫ রানের ইনিংস খেলে রানআউট ওহেনরিক ক্লাসেন ৩২ রানে আউট হতেই ফের ধস নামে। শেষের দিকে হায়দরাবাদকে কিছুটা টানেন অধিনায়ক প্যাট কামিন্স। ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের স্কোর ১৫০ পার করেন। শেষ পর্যন্ত ১৫৯ রান করে এসআরএইচ। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন কেকেআরের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। ফিল সল্টের জায়গা মরশুমে প্রথম ওপেনিং করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন গুরবাজ। ৩ ওভারেই ৪৪ রানের পার্টনারশিপ গড়ে ২৩ রান করে আউট হন আফগান তারকা। সুনীল নারিন আউট হন ২১ রান করে। কিন্তু তাদের ঝড়ো ব্যাটিং দলের জয়ের ভিত তৈরি করে দেয়। এরপর ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ঠান্ডা মাথায় আক্রমণাত্মক শট খেলতে থাকেন দুই তারকা। অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে দলের জয় নিশ্চিত করে দেন। ২৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ভেঙ্কটেশ আইয়ার। ২৩বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কেকেআর অধিনায়ক। মাত্র ১৩.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় কলকাতা নাইট রাইডার্স। ২৪ বলে ৫৮ করে শ্রেয়স ও ২৮ বলে ৫১ রান করে ভেঙ্কটেশ আইয়ার অপরাজিত থাকেন।
Related Posts
মুম্বইয়ের মাঠে মুম্বই বধ, রুদ্ধশ্বাস ম্যাচে ২৪ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স
রুদ্ধশ্বাস ম্যাচে ২৪ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স। এদিন কেকেআর বোলাররা শুরু থেকেই উইকেট তুলে নিয়ে চাপ দিতে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে৷ নিন্দের পাহাড় চুড়োর তলায় থাকা স্টার্ক বোঝালেন কেন তিনি জাত বোলার৷ চাপের মুখে তিনি এদিন প্রথমেই ইশান কিষানকে আউট করে দেন৷ তিনি এদিন টসে হারার পর কেকেআরকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স৷ […]
শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সরবজ্যোত সিং
মঙ্গলবার অর্থাৎ প্যারিস অলিম্পিক্সের চতুর্থ দিনটি ভালোই গিয়েছে ভারতের। শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সরবজ্যোত সিং। তার পরে ব্যাডমিন্টন ও হকি থেকেও এসেছে ভালো খবর। পর পর দু’ম্যাচ জিতে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। পুরুষদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের হকি দলও। মঙ্গলবার ইতিহাস গড়েছেন মনু ভাকের। তিনি ভারতের প্রথম মহিলা […]
৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ
সানরাইজার্স হায়দ্রাবাদ: ২৬৬/৭ (ট্রেভিস হেড ৮৯, অভিষেক শর্মা ৪৬, শাহবাজ আহমেদ ৫৯ (অপরাজিত)দিল্লি ক্যাপিটালস : ১৯৯/৮ (জ্যাক ফ্রেজার ৬৫, অভিষেক পোড়েল ৪২, ঋষভ পন্থ ৪৪) ৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ প্রথম ছয় ওভারে আগুনে ব্যাটিংয়ের দৌলতে স্কোরবোর্ডে বিনা উইকেটে ১২৫ রান তুলে ফেলে নিজামের শহরের টিম। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ঘরের মাঠে প্রথম […]