বিগ বস ওটিটি সিজন ৩-এ হোস্ট হিসাবে দেখা যাবে না সলমান খানকে!

বিগ বস ওটিটি সিজন ৩-এ হোস্ট হিসাবে দেখা যাবে না সলমান খানকে। শো শুরুর আগেই দর্শকদের জন্য এল এই দুঃসংবাদ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে অভিনেতা তাঁর আসন্ন ছবির শ্যুটিংয়ের জন্য শো-তে থাকতে পারবেন না। তাঁর পরিবর্তে, অভিনেতা অনিল কাপুর এই সিজন হোস্ট করতে চলেছেন। এই মুহূর্তে ভাইজান এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবির জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। বিগ বস ওটিটি হোস্টিং দায়িত্ব না নেওয়ার এটাই একটা কারণ। শো-এর নির্মাতারা প্রচারের মাধ্যমে হোস্ট পরিবর্তন সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার, জিও সিনেমা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শো-এর সম্প্রচার হওয়ার কথা বলেছে। সেখানে জানা গিয়েছে, বিগ বস ওটিটি আগামী জুন মাসে আসবে। প্রচার শেষ হয় একটি ভয়েসওভার দিয়ে। যেখানে শোনা যায় ‘এই সিজন হবে একদম ঝাকাস’। ‘ঝাকাস’ শব্দটি অনিল কাপুরের সঙ্গে যুক্ত।

error: Content is protected !!