লোহা গলানোর সময় বিস্ফোরণ, নিহত ৩

আলিগড়ের তালানগরী এলাকায় বলকামেশ্বর নামের একটি কারখানায় স্থাপিত চুল্লিতে লোহা গলানোর সময় বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানায় আগুন ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। আগুন লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত বলে জানা গেছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের স্বজনরা খবর পেয়ে তারাও কারখানায় পৌঁছায়।  নিহতদের একজনের ভাই জানান, লোহা গলানোর সময় কারখানায় আগুন লেগে যায়। পুরো কারখানায় বিশৃঙ্খলা দেখা দেয়। লাভা পড়ল কিছু মানুষের ওপর। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার ভাই মারা যায়। ধীরে ধীরে কারখানায় লাভা ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আগুন বাড়তে থাকে। যার জেরে দগ্ধ হয়েছেন অন্যরাও।  নিহতের ভাই জানান, একদিন আগেও কারখানায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেছে কারখানার অপারেটররা।

error: Content is protected !!