আলিগড়ের তালানগরী এলাকায় বলকামেশ্বর নামের একটি কারখানায় স্থাপিত চুল্লিতে লোহা গলানোর সময় বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানায় আগুন ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। আগুন লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত বলে জানা গেছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের স্বজনরা খবর পেয়ে তারাও কারখানায় পৌঁছায়। নিহতদের একজনের ভাই জানান, লোহা গলানোর সময় কারখানায় আগুন লেগে যায়। পুরো কারখানায় বিশৃঙ্খলা দেখা দেয়। লাভা পড়ল কিছু মানুষের ওপর। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার ভাই মারা যায়। ধীরে ধীরে কারখানায় লাভা ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আগুন বাড়তে থাকে। যার জেরে দগ্ধ হয়েছেন অন্যরাও। নিহতের ভাই জানান, একদিন আগেও কারখানায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেছে কারখানার অপারেটররা।
Related Posts
মোদি-শাহর শেয়ার কেলেঙ্কারি, পূর্ণাঙ্গ তদন্তের দাবি তৃণমূলের
এক্সিট পোলের নামে মোদি-শাহ এবং বিজেপির শেয়ার কেলেঙ্কারির স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করল তৃণমূল কংগ্রেস। তদন্তে যদি প্রমাণিত হয় যে এই কেলেঙ্কারিতে লাভবান হয়েছেন বড় অঙ্কের বিনিয়োগকারীরা, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট বিনিয়োগকারীরা, তাহলে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করবে তৃণমূল। বুধবার দিল্লিতে এক সংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন, দলের রাজ্যসভার দুই সাংসদ সাগরিকা […]
অরুণাচল প্রদেশে সরকার গড়ার পথে বিজেপি, সিকিমে একছত্র আধিপত্য এসকেএম-এর
আজ উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোট গণনা৷ এদিন ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৫০টি আসনে চলছে ভোটগণনা৷ অন্যদিকে, ৩২ আসনে সিকিমেও গণনা আজ৷ ভারী বৃষ্টিপাত সত্ত্বেও সকাল ৬টা থেকেই অরুণাচল প্রদেশের ২৪ জেলার হেডকোয়াটার্সে শুরু হয়েছে ভোট গণনা৷ আর দিনের শুরুতেই জয় প্রায় নিশ্চিত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে বিজেপি৷ দুপুরের মধ্যেই ফলাফল পরিষ্কার […]
প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির রেজাল্ট, পাশের ৮৭.৯৮ শতাংশ
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশিত হল। কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে যে এবার ৮৭.৯৮ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। অর্থাৎ গতবারের থেকে সামান্য বেড়েছে পাশের হার। ২০২৩ সালে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার ছিল ৮৭.৩৩ শতাংশ। সিবিএসইয়ের দ্বাদশ শ্রেণির জন্য ২০২৪ সালে মোট ১৬,৩৩,৭৩০ জন নাম নথিভুক্ত করেছিলেন। পরীক্ষা দেন […]