১৮ বছর পর দক্ষিণী ছবির দুনিয়ায় শিল্পা

১৮ বছর পর আবারও একবার দক্ষিণী ছবির জগতে দেখা যাবে শিল্পা শেঠিকে। ধ্রুব সারজা অভিনীত ‘কে ডি: দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। ছবিতে শিল্পার চরিত্রের নাম ‘সত্যবতী’। ছবির প্রথম লুকে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে। তাঁর পরনে রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরনো আমলের পরিচিত সানগ্লাস। সত্তরের দশকে বেঙ্গালুরুর একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। এর আগে শিল্পাকে দেখা গিয়েছিল ডি রাজেন্দ্র বাবু পরিচালিত কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ সিনেমাতে। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সে সিনেমায় অভিনেতা উপেন্দ্রর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ‘কে ডি: দ্য ডেভিল’-এ ধ্রুব সারজা একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন। সম্প্রতি, ছবির শুটিং সেরে মুম্বই ফিরলেন শিল্পা। এই ছবিতে অভিনেত্রীকে নতুনভাবে দেখার জন্য উৎসাহিত তাঁর অনুরাগীরা। শিল্পা ছাড়াও এই ছবিতে সঞ্জয় দত্ত, নোরা ফতেহিকে দেখা যাবে। সূত্রের খবর, পরিচালক প্রেম-এর এই বড় বাজেটের ছবিটি এই বছর ডিসেম্বরে মুক্তি পাবে।

error: Content is protected !!