১৮ বছর পর আবারও একবার দক্ষিণী ছবির জগতে দেখা যাবে শিল্পা শেঠিকে। ধ্রুব সারজা অভিনীত ‘কে ডি: দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। ছবিতে শিল্পার চরিত্রের নাম ‘সত্যবতী’। ছবির প্রথম লুকে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে। তাঁর পরনে রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরনো আমলের পরিচিত সানগ্লাস। সত্তরের দশকে বেঙ্গালুরুর একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। এর আগে শিল্পাকে দেখা গিয়েছিল ডি রাজেন্দ্র বাবু পরিচালিত কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ সিনেমাতে। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সে সিনেমায় অভিনেতা উপেন্দ্রর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ‘কে ডি: দ্য ডেভিল’-এ ধ্রুব সারজা একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন। সম্প্রতি, ছবির শুটিং সেরে মুম্বই ফিরলেন শিল্পা। এই ছবিতে অভিনেত্রীকে নতুনভাবে দেখার জন্য উৎসাহিত তাঁর অনুরাগীরা। শিল্পা ছাড়াও এই ছবিতে সঞ্জয় দত্ত, নোরা ফতেহিকে দেখা যাবে। সূত্রের খবর, পরিচালক প্রেম-এর এই বড় বাজেটের ছবিটি এই বছর ডিসেম্বরে মুক্তি পাবে।
Related Posts
সারা শরীরে ব্যান্ডেজ, ‘কালকি 2898 এডি’-তে অমিতাভ বচ্চনের ‘অশ্বত্থামা’ লুক প্রকাশ্যে
সুপারস্টার অমিতাভ বচ্চনকে ২০২৪ সালের বহুল প্রতীক্ষিত ছবি ‘কালকি 2898 এডি’-তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ‘কালকি 2898 এডি’-এ ‘মহাভারত’-এর প্রধান চরিত্র গুরু দ্রোণাচার্যের অমর পুত্র অশ্বত্থামার ভূমিকায় অভিনয় করছেন বিগ বি। এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন ছবির নির্মাতারা। পরিচালক নাগ অশ্বিন ‘কল্কি […]
৬ বছর পর পর্দায় ফিরছেন প্রীতি
প্রায় ৬ বছর পর ‘লাহোর ১৯৪৭’ ছবি দিয়ে তিনি বলিউডে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ‘সোলজার’ অভিনেত্রী প্রীতি জিন্টা। এত বছর পরে কাজে ফেরা অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং। কারণ তাঁর দুই সন্তান। মেয়ে জিয়ার বয়স আড়াই বছর মাত্র। ছেলে একটু বড়। একটি সাক্ষাত্কারে, অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন তিনি কেন এতটা সময় নিলেন বলিউডে ফিরতে। অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনে মনোযোগ দিয়েছেন। অভিনয় […]
সাত পাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ
সাত পাকে বাঁধা পড়লেন অদিতা রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের প্রথম ছবি ৷ একেবারে সাদামাটা ভাবে তাঁদের বিয়ের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া ৷ ইতিমধ্যেই অনুরাগী-সহ বলিউডের তারকারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে ৷ সোমবার অদিতি বিয়ের একাধিক ছবি শেয়ার করেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ৷ ক্যাপশনে লেখেন, “তুমি আমার সূর্য, আমার চাঁদ, […]