বারুইপুরে তুমুল বিক্ষোভের মুখে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, উঠল গো-ব্যাক স্লোগানও  

যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। বারুইপুরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান সৃজন। এদিন যাদবপুর কেন্দ্রের বারুইপুরের ১১৮ নম্বর বুথ, বেলেগাছিতে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। তাঁকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় ৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। সৃজনের অভিযোগ ছিল, বুথের ১০০মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত ছিল। তিনি জমায়েত সরানোর নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁকে মারতেও উদ্যত হন। সিপিএম প্রার্থী সৃজন পুলিশকে পুরো বিষয়টি অবগত করেন ও পুলিশকে এ নিয়ে নজর দিতে বলেন ৷

error: Content is protected !!