বসিরহাট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তার আগের দিন অর্থাৎ শুক্রবার সেখানে লক্ষ লক্ষ টাকার জালনোট উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে বসিরহাটের বর্ণালিপাড়া এলাকায় একটি বহুতল আবাসনে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ২২ লক্ষ টাকারও বেশি জাল টাকা। সঙ্গে উদ্ধার হয় নকল সোনার বাট, কালার প্রিন্টার, টাকা ছাপানোর কাগজ। আট জনকে গ্রেপ্তার করেছে ‘স্পেশাল অপারেশন গ্রুপ’ (এসওজি) এবং বসিরহাট থানার পুলিশ। ৯টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের মধ্যে পাঁচ জনই ভিনরাজ্যের বাসিন্দা। এক জনের বাড়ি বসিরহাটে। আর এক জনের বাড়ি বাদুড়িয়ায়। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে, শুক্রবার রাতে হাওড়া সেতুতে নাকা চেকিংয়ের সময় নগদ–সহ একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। আটক করা হয় ৬ জনকে। উদ্ধার হয় নগদ ১০ লক্ষেরও বেশি টাকা।
Related Posts
‘যাঁদের বাড়ি একদম ভেঙে গিয়েছে, প্রশাসন ২ কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে’, জানালেন মুখ্যমন্ত্রী
আগেই সার্ভে হয়েছিল। সার্ভে যাঁরা করেছিলেন তাঁরা মন দিয়ে করেননি। ঘূর্ণিঝড়ে যাঁদের বাড়ি ভেঙেছে সেখানে নতুন করে সার্ভে হচ্ছে। যাঁদের বাড়ি একদম ভেঙে গিয়েছে, প্রশাসন তাঁকে ২টি কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন। ‘বাংলার বাড়ি প্রকল্পে’ যে টাকাটা দেওয়া হয়। যাঁরা ইতিমধ্যে ২০ হাজার পেয়ে গিয়েছেন, তাঁরা প্রথম কিস্তিতে আরও ৪০ পাবেন। প্রথম পর্যায়ে […]
ঘাটাল লোকসভার কেন্দ্রে ডেবরায় ভোটের লাইনে এবার মহিলাকে ‘যৌন হেনস্থা’, ডিউটি থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত জওয়ানকে
ফের ‘যৌন হেনস্থা’ কেন্দ্রীয় বাহিনীর! অভিযোগ পাওয়ার পর তৎপর নির্বাচন কমিশন। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত জওয়ানকে। এবার ঘাটাল লোকসভার কেন্দ্রে ডেবরায়। আজ, শনিবার ষষ্ঠ দফা ভোট হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী দেব। বিপক্ষে বিজেপি হিরণ।কমিশন সূত্রের খবর, যে মহিলা অভিযোগ করেছেন, তিনি ডেববার ১২৬ নম্বর বুথের […]
প্রধানমন্ত্রী মোদির সভার পরেই খড়গপুরে ৩৫ লক্ষ টাকা সহ আটক বিজেপি নেতা
ভোটের মুখে লাখ লাখ টাকা উদ্ধার খড়গপুরে। খড়গপুরের একটি অভিজাত হোটেল থেকে উদ্ধার প্রায় ৩৫ লাখ টাকা। ওই হোটেলে এক বিজেপি নেতার কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভার পরেই এই টাকা উদ্ধারের ঘটনা। ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। এমনকি, ওই নেতাকে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দেখা গিয়েছে বলেও দাবি তৃণমূলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করে […]