মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠমহলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই অঙ্ক। এটা বিজেপির ভাঁওতা ছাড়া আর কিচ্ছু নয়। সবটাই ওদের কথামতো করেছে একশ্রেণির সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা। এই এক্সিট পোল কেউ বিশ্বাস করবে না।’ কংগ্রেস পর্যন্ত এই বুথফেরত সমীক্ষাকে ‘সরকারি’ বলে কটাক্ষ করেছে। মমতা আরও বলেছেন, ‘এই চিত্রনাট্য আগে থেকেই তৈরি করা ছিল। এরপর দেখবেন সোমবার শেয়ারবাজার চাঙ্গা হবে। কিন্তু দলের কর্মীদের এসব এক্সিট পোলে গুরুত্ব দেওয়া উচিত নয়। বরং স্ট্রং রুমে আরও কড়া পাহারা দিতে হবে। গণনাতেও সবদিক ঠিকমতো নজর রাখতে হবে। ভাঁওতাবাজরা জব্দ হবেই।’ এই তথ্যকে সামনে রেখেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ঠমহলে বলেছেন, ‘এক্সিট পোল একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে। ৪ তারিখের জন্য আমাদের অপেক্ষা। দলের কর্মীদের বলব, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং স্টেশন ছেড়ে কেউ যাবেন না। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই এক্সিট পোলের অঙ্ক।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশের দাবি, এদিন অন্তত ১৫০ জন জেলাশাসককে ফোন করেছেন শাহ। তাঁদের ভয় দেখানো হচ্ছে। বুথফেরত সমীক্ষা ইস্যুতে জয়রামের সাফ কথা, ‘৪ জুন যাঁর গদিচ্যুত হওয়া একরকম নিশ্চিত, তিনি এই এক্সিট পোল ম্যানেজ করেছেন। বিদায়ী প্রধানমন্ত্রী এই তিন দিন নিশ্চিন্ত থাকতে পারেন। এসব মনস্তাস্ত্বিক খেলা।’
Related Posts
ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল আইপিএস রাজীব কুমারকে
ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল আইপিএস রাজীব কুমারকে। লোকসভা ভোট ঘোষণার পরেই রাজীবকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ডিজি করা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। জল্পনা ছিল, লোকসভা ভোট ও উপনির্বাচন মিটলেই তাঁকে ডিজি পদে ফেরানো হতে পারে। সেই জল্পনাই সত্যি হল। সঞ্জয়কেও ফিরিয়ে নিয়ে যাওয়া হল ডিজি (দমকল) পদে। লোকসভা ভোটের […]
সমাজ মাধ্যম থেকে ফেক নিউজ এবং নির্যাতিতার ছবি ও নাম সরাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের
সোশ্যাল সমাজ যখন আরজি কর কাণ্ডের বিচার চেয়ে তার ছবি ভাইরাল করছেন। ঠিক তখনই সুপ্রিমকোর্টের নির্দেশে সমাজ মাধ্যম থেকে নির্যাতিতার ছবি এবং নাম সরানোর জন্য পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার পরে যখন গোটা দেশ ক্ষুব্ধ এবং আন্দোলিত, তখন ওই হাসপাতালের নির্যাতিতাকে নিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের একাংশের ‘অসংবেদনশীল’ আচরণ অব্যাহত। গত মঙ্গলবারই […]
অবশেষে স্বস্তির খবর, ১৮ থেকে ২০ জুনের মধ্যে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, জানাল আবহাওয়া দফতর
গরম থেকে অবশেষে স্বস্তির খবর মিলল, বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে ঢুকবে বর্ষা বলে জানাল হাওয়া অফিস। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি […]