বর্ষা শুরু হতেই ভূমিধসে ভয়ঙ্কর অবস্থা হল উত্তর সিকিমের লাচুংয়ে। আর তার জেরে অন্তত দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন বলে খবর। শনিবার থেকে চুংথাং–লাচুং সড়কে যান চলাচল বন্ধ। তারপর রবিবার সিকিমে অতিভারী বর্ষণের ‘কমলা’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাতিল হতে পারে উড়ান পরিষেবাও। লাচুংয়ে আটকে যাওয়া পর্যটকরা আতঙ্কে আছেন। তাদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এই ঘটনায় নতুন করে লাচুং ভ্রমণের পারমিট দেওয়া বন্ধ রেখেছে সিকিম প্রশাসন। নাগাড়ে ভারী বৃষ্টিপাতের জেরে উত্তর সিকিমে ধস নেমেছে। উত্তর সিকিম যাওয়ার পথে জাতীয় সড়ক অবরুদ্ধ। পর্যটকদের গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। লাচুংয়ে কমপক্ষে দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন বলে সূত্রের খবর। এদিকে উত্তর সিকিম যাওয়ার পথে ভূমিধস নেমেছে। পাহাড়ি রাস্তায় বড় বড় চাঁই পড়ে রয়েছে। এমনকী একাধিক রাস্তা মাঝখান থেকে ফেটে গিয়েছে। তার মধ্যেই মুষলধারে চলছে ভারী বৃষ্টি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শনিবার থেকেই চুংথাং থেকে লাচুং যাওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এই পথ বন্ধই থাকবে। এই আবহে রবিবার থেকে আবার একবার কমলা সতর্কতা জারি করা হয়েছে সিকিমে। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত কয়েকদিন চলবে ভারী বৃষ্টি। সিকিমে বৃষ্টি বাড়তে থাকায় উদ্বেগও বাড়ছে। কারণ তিস্তার জলস্ফীতি চিন্তায় ফেলেছে। কারণ পাহাড়ি কন্যার জলস্তর বেড়েছে গজলডোবার পরে দোমহনি এলাকায়।
Related Posts
আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে আরজিকর মামলার শুনানি
আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল গত ৫ সেপ্টেম্বর। কিন্তু সে দিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। অবশেষে ওই মামলার শুনানির নতুন দিন জানাল শীর্ষ আদালত। আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হয়নি আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের […]
মুম্বইয়ের থানের কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬, আহত ৫৬
আজ বৃহস্পতিবার দুপুরে থানের এই কেমিক্যাল কারখানায় একটি বয়লার ফেটে যায়। জানা যাচ্ছে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ৫৬। সূত্রের খবর সেখান থেকেই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ১৫টি দমকলের ইঞ্জিন। যদিও শেষ পাও খবর অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকলের তরফে খবর, এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। হঠাৎ […]
এনডিএ-র বৈঠকের পরেই আডবাণী এবং জোশীর বাড়িতে মোদি, দেখা করলেন প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গেও
এনডিএ-র বৈঠকের পরেই দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলীমনোহর জোশীর বাড়িতে গেলেন নরেন্দ্র মোদী। শুক্রবারই এনডিএ-র বৈঠকে জোটের সংসদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন মোদী। ওই বৈঠকের পরেই প্রথম আডবাণী, পরে জোশীর বাড়িতে যান তিনি। শেষে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাড়িতে যান তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলা মোদী। তিন জনের […]