দিল্লিতে জলের হাহাকার। এক বিন্দু অতিরিক্ত জল খরচ করতে নারাজ কেউই। এরই মধ্যে সুপ্রিম কোর্টকে হরিয়ানা সরকার জানিয়ে দিল হিমাচল প্রদেশ থেকে কোনও অতিরিক্ত জল তাঁরা পাননি। ফলে দিল্লিকে অতিরিক্ত জল দিতে পারছে না হরিয়ানা সরকার। শীর্ষ আদালত আগেই জানিয়ে দিয়েছিল হিমাচল প্রদেশ যেন ১৩৭ কেউসেক জল হরিয়ানাকে দেয় যাতে সেই জল হরিয়ানা সরকার দিল্লিকে দিতে পারে। এবিষয়ে হরিয়ানা সরকার জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের আদেশের পর তাঁরা হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও অতিরিক্ত জল দেওয়া হয়নি। এমনকি কবে তাঁরা জল দেবে তা নিয়েও কোনও তথ্য জানানো হয়নি।
Related Posts
উত্তরপ্রদেশে নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চিকিৎসক সহ ৩
এবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে একটি প্রাইভেট ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় ওই ক্লিনিকেরই এক চিকিৎসক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এএনআই সংবাদসংস্থা সূত্রে খবর, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার পর ক্লিনিকটি ‘সিজ়’ করেছে মোরাদাবাদ পুলিশ। এসপি সন্দীপ কুমার মীনা বলেন, ‘১৮ অগস্ট ঠাকুরদ্বারা পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী জানান, তাঁর মেয়েকে এক চিকিৎসক নিজের ক্লিনিকে ধর্ষণ […]
তেলেঙ্গানার রাসয়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৫
তেলেঙ্গানার রাসয়নিক কারখানায় বিস্ফোরণ ৷ বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কমপক্ষে ৫ জনের। একটি সূত্রের দাবি আরও ৮-৯ জন কারখানার ভিতরেই আটকে রয়েছেন। স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। জানা গিয়েছে, বিকেব ৫টা নাগাদ কারখানায় একটি বিস্ফোরণ হয়। তার জেরেই এত মানুষের প্রাণ গিয়েছে। মৃত শ্রমিকদের মধ্যে ৪ জনের বাড়ি বিহারে। পুলিশ […]
অ্যানেস্থেশিয়ার অতিরিক্ত ডোজ, চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু রাজস্থানের যোধপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের, ষড়যন্ত্রের অভিযোগ!
চিকিত্সকের গাফিলতিতে মৃত্যু রাজস্থানের আমলার! এমনটাই অভিযোগ তুলেছে তাঁর পরিবার। ৩৩ বছর বয়সী প্রিয়াঙ্কা বিষ্ণোই যোধপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। দুই সপ্তাহ আগে যোধপুরের বসুন্ধরা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই তাঁর অবস্থার আরও অবনতি শুরু হয় বলে পরিবারের অভিযোগ। যোধপুর থেকে তাঁকে আমেদাবাদে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, অস্ত্রোপচারের সময় তাকে অ্যানেস্থেশিয়ার […]