মহেশতলায় সাতসকালে সিলিন্ডার বিস্ফোরণ। এ ঘটনায় জখম অন্তত ৫ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে খবর। জানা গেছে, শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে আচমকা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান মহেশতলা থানার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার বাসিন্দারা । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির কাচের জানলাও ভেঙে যায় । আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখেন পাশের একটি আবাসনের চার তলায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে রাস্তার উপর । বিস্ফোরণের ঘটনায় বহুতলের চারতলার একাংশে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর দীপিকা দত্ত এবং সিইএসসির আধিকারিকরাও । বড়সড় বিপদ এড়াতে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় অন্তত পক্ষে ৫ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে । আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ।
Related Posts
মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা
নবমীর মিছিলে দুষ্কৃতীদের হামলাকে কেন্দ্র করে বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শক্তিপুর থানার একাধিক এলাকা।স্থানীয় সূত্রে খবর, বুধবার শক্তিপুর রামনবমী উৎসব উদযাপন কমিটির তরফ থেকে রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি যখন শক্তিপুর হাই স্কুল মোড়ের কাছাকাছি পৌঁছায় সেই সময় কিছু দুষ্কৃতী হঠাৎই মিছিলে অংশগ্রহণকারীদেরকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, […]
বীরভূমের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল
বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল কমিশন ৷ মনোনয়নে ত্রুটি থাকাতেই এই সিদ্ধান্ত কমিশনের ৷ কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী দেবাশিস ধর ৷ তাঁর মনোনয়ন ত্রুটিযুক্ত বলে জানান ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আজ, শুক্রবারই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাচ্ছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর।
প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, দেউচায় বিপুল কর্মসংস্থানের আশ্বাস
বিজেপির ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল, আর একদিকে রাজ্যে বিপুল কর্মসংস্থানের আশ্বাস তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার, বীরভূমের হাসনে দলীয় প্রার্থীর সমর্থনের সভা থেকে ১লক্ষ কর্মসংস্থানের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেল। তাঁদের কী অপরাধ তাঁরা জানে না! […]