অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলায় নয়া মোড়। বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেছিল ট্রায়াল কোর্ট। সেই নির্দেশ মতো শুক্রবার বেলাতেই তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তে এখনই মিলছে না মুক্তি। আচমকাই এই মামলায় জরুরি শুনানি ডাকা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুরের রায়ের বিরোধিতা করে জরুরি শুনানির আবেদন জানিয়েছিল ED। সেই আবেদনে সাড়া দিল দিল্লি হাইকোর্ট। শুনানি না হওয়া পর্যন্ত ট্রায়াল কোর্টের রায় কার্যকর হবে না বলে জানিয়েছে দিল্লির শীর্ষ আদালত। ফলে আপাতত তিহাড় জেল থেকে মুক্তি হচ্ছে না দিল্লির মুখ্যমন্ত্রীর। ট্রায়াল কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করার পরই দিল্লি হাইকোর্টে এর বিরোধিতা করে আর্জি জানিয়েছিল ED। ট্রায়াল কোর্টের রায়ের পর শুক্রবার বেলাতেই তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল কেজিরওয়ালের। তাঁর আইনজীবীর দাবি ছিল, ED-র কাছে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই। এই মর্মেই তাঁর জামিন মঞ্জুর করেছিল ট্রায়াল কোর্ট। কিন্তু, সেই জামিনের নথিতে স্বাক্ষর করার জন্য ৪৮ ঘণ্টায় সময় চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি ছিল, উচ্চ আদালতে না যাওয়া পর্যন্ত যেন এই রায় স্থগিত রাখা হয়। যদিও এই দাবি মানেনি ট্রায়াল কোর্ট। রাতেই জামিন দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রী। এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয় তাঁর।
Related Posts
অবতরণের সময় ভেঙে পড়ল শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেত্রী সুষমা আন্ধারে হেলিকপ্টারে
ভোটপ্রচারে যাওয়ার আগেই বিপত্তি। বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেত্রী সুষমা আন্ধারে। শুক্রবার সকালে রায়গড়ে ভোটপ্রচারে যাওয়ার কথা ছিল সুষমার। সেই অনুযায়ী মাহাড়ে একটি হেলিপ্যাডও বানানো হয়। ওই হেলিপ্যাড থেকেই হেলিকপ্টারে চেপে জনসভায় যেতেন সুষমা। সেখানে নির্ধারিত সময়ে পৌঁছেও গিয়েছিলেন উদ্ধবসেনার এই নেত্রী। কিন্তু হেলিকপ্টারটি হেলিপ্যাডে নামার আগেই বেসামাল হয়ে […]
যাবজ্জীবন সাজা থেকে মুক্তি, খুনের মামলায় হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে রাম রহিম
হাইকোর্টের নির্দেশে বড় স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। ২২ বছর আগে নিজের ম্যানেজারকে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। সেই মামলাতেই এবার হাইকোর্টের নির্দেশে রেহাই পেলেন স্বঘোষিত ধর্মগুরু। মঙ্গলবার রাম রহিম-সহ মোট ৫ জনকে এই মামলায় বেকসুর খালাস করেছে আদালত। এঁদের মধ্যে এক জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। […]
‘৪ জুন ৪০০ পার, আবারও মোদি সরকার’, আগরতলার জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রীর
রাম নবমীতে ত্রিপুরার আগরতলায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ রাম নবমীর একটি ঐতিহাসিক উপলক্ষ। আজ ৫০০ বছরের অপেক্ষা শেষ হয়েছে। ৫০০ বছর পর রামলালা অবশেষে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। আর মাত্র কয়েক মিনিট পর পবিত্র নগরী অযোধ্যার রাম মন্দিরে সূর্য তিলক লাগিয়ে ভগবান […]