ছত্তিশগড়ের রায়গড়ে আদিবাসী মহিলাকে গণধর্ষণের উত্তাল গোটা এলাকা। ঘটনার জেরে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ছজনকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রাখির একটি মেলা চলছিল। সেখানেই এই ঘটনা ঘটে। অভিযোগকারী মহিলা জানিয়েছে মেলায় আটজন ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তারা তাঁকে তুলে ৯-১০ মিলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনাটি ঘটে ১২ অগাস্ট। অভিযুক্তরা তাঁকে একটি পুকুরের ধারে নিয়ে গিয়ে টানা ৫ ঘন্টা ধরে গণধর্ষণ করে বলেও অভিযোগ করেন ওই মহিলা। ঘটনার পর কোনওরকমে ওই মহিলা বাড়িতে পৌঁছন এবং তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপরই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৬জনকে গ্রেপ্তার করেছে। আরও অভিযুক্ত খোঁজে জারি তল্লাশি। পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, একটি গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এলাকার একটি মেলায় গিয়ে ধর্ষণের এই ঘটনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বাকি দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
Related Posts
ট্রেনে বোমাতঙ্ক! পঞ্জাবে ফিরোজপুরে থামানো হল জম্মু-যোধপুরগামী ট্রেন
এবার ট্রেনে বোমাতঙ্ক। জম্মু থেকে রাজস্থানের যোধপুরগামী ট্রেনকে পাঞ্জাবের ফিরোজপুরে থামিয়ে দেওয়া হয়। বোমাতঙ্কের জেরে ট্রেনটিকেপাঞ্জাবের ফিরোজপুরের কাসু বেগু স্টেশনে থামানো হয় বলে খবর। বোমাতঙ্কের খবর পেতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। সেই সঙ্গে শুরু হয় জোর কদমে তদন্ত। ট্রেনে বোমার খবরে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন যাত্রীরা। ফলে ট্রেন থেকে নেমে পড়েন সব যাত্রী।
বিহারে ভোটের প্রচারের সময় মঞ্চ ভেঙে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন রাহুল গান্ধী
লোকসভার প্রচারে গিয়ে বিপত্তি। কোনওমতে রক্ষা পেলেন রাহুল গান্ধী। সোমবার বিহারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা। সেখানে ভেঙে পড়ে মঞ্চ। কোনওমতে জখম হওয়ার হাত থেকে বাঁচেন রাহুল।রাহুল গান্ধী সুস্থ রয়েছেন বলেই খবর। তাঁর কোনও চোট আঘাত লাগেনি। এদিন বিহারের পালিগঞ্জে একটি জনসভা করেন তিনি। সেখানে প্রচুর জনসমাগম হয়েছিল। মঞ্চেও উপস্থিত ছিলেন প্রচুর কংগ্রেস নেতা-কর্মী। রাহুল মঞ্চে […]
যমুনায় স্নান করতে নেমে ডুবে মৃত কিশোর, বাঁচাতে গিয়ে নিখোঁজ দাদা
যমুনায় স্নান করতে নেমে বিপত্তি ৷ মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি । নদীতে জলের তোড়ে ছোট ভাই ভেসে যাচ্ছে দেখে বাঁচাতে গিয়েছিল দাদা ৷ তলিয়ে গেল সে-ও ৷ বহু খোঁজাখুঁজির পর ছোট ভাইয়ের দেহ উদ্ধার হয়েছে ৷ তবে এখনও নিখোঁজ তার দাদা ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের বেরুবাড়ির শালবাড়ি তোফাপাড়াতে । যমুনা নদীতে […]