কলকাতার আরজি কর-কাণ্ড, মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনায় যখন গোটা দেশে তোলপাড় চলছে। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল গোটা দেশ। তার মধ্যেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক কিশোরীকে অপহরণ করে চলন্ত গাড়িতে ধর্ষণের অভিযোগ উঠল। কিন্তু তারপরেও ক্রমশ বেড়েই চলেছে অপরাধ ও অত্যাচার। ২০শে অগাস্ট উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি ১৬ বছরের কিশোরীকে দুই ব্যক্তি একটি গাড়িতে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এরপর অভিযুক্তরা তাকে খুনের হুমকি দিয়ে রাস্তায় ফেলে চলে যায় বলেই খবর। বাড়িতে আসার পর মেয়েটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। এরপরে মেয়েটির পরিবারের সদস্যরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। নাবালিকার মা জানান, মেয়েটি শৌচালয়ে যাবে বলে বাইরে গিয়েছিল, এরপরেই তাঁকে জোর করে অভিযুক্তরা তুলে নিয়ে গিয়েছিল৷ বেশ কিছুক্ষন পরেও মেয়েটি ফিরে না আসায় তল্লাশি শুরু হয়৷ কিন্তু কোনভাবেই তাঁকে খুঁজে পাওয়া যায় না। বেশ কয়েক ঘন্টা পর মেয়েটি বাড়িতে এসে সকলকে ঘটনার কথা জানায় এবং বলে যে তারা তাকে হাইওয়ের দিকে নিয়ে গিয়েছিল। চলন্ত গাড়িতে দুইজন তাকে ধর্ষণ করেছে বলেও মেয়েটি জানায়। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার হয় একজন। প্রাসঙ্গিক ধারায় এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান পুলিশ অফিসার স্নেহ তিওয়ারি।
Related Posts
প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি গুজরাতে, মৃতের সংখ্যা বেড়ে ২৮
বৃষ্টি কিছুতেই থামছে না গুজরাতের উপকূলবর্তী জেলাগুলিতে। এরফলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে রাজ্যে। ইতিমধ্যেই বানভাসি দেবভূমি দ্বারকা, জামনগর, ভদোদরা, পোরবন্দর সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। এরইমধ্যে কপালে ভাঁজ ফেলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আরব সাগরে নিম্নচাপের ফলে গুজরাতে আরও বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠতে পারে। গত তিনদিনে বন্যায় রাজ্যে এখনও […]
‘যা বলেছি নিখাদ সত্যি’, সংসদের রেকর্ড থেকে ‘হিন্দু’ মন্তব্য সরানোয় স্পিকার ওম বিড়লাকে নালিশ রাহুলের
মঙ্গলবার বিরোধী দলনেতা হিসাবে নিজের প্রথম ভাষণে রাহুল গান্ধী বলেন, হিন্দুরা নয়, হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি স্পিকার ওম বিড়লার নির্দেশে সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে রাহুলের ওই মন্তব্য। এর প্রতিবাদে স্পিকারকে চিঠি দিলেন কংগ্রস সাংসদ। প্রতিবাদী চিঠিতে তিনি জানান, তাঁর বক্তব্যের ওই অংশ সংসদের ৩৮০ ধারার মধ্যে পড়ে না। যা বক্তব্য সরানো বা […]
কর্মরত অবস্থায় চিকিৎসক-নার্স সহ স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা হলে ৬ ঘণ্টার মধ্যে FIR করুন, ‘আরজি কর’ আবহে নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
কর্মরত অবস্থায় চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা চালানো হলে ছয় ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করতে হবে। নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তাণ্ডবের মধ্যেই শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা চালানো হলে এফআইআর দায়েরের জন্য হাতে সর্বোচ্চ ছয় ঘণ্টা পাবেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রধান। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় […]