আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দিতেই আন্দোলিত হয়ে উঠেছিল গোটা বাংলা। কারণ, তাঁর বিরুদ্ধে যে ধরণের অভিযোগ উঠছে তার পরেও তাঁকে কীভাবে অন্য একটি সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হল, সেই প্রশ্ন উঠেছিল। শাসক দলের অন্দরেও ক্ষোভ ছিল যে, কার নির্দেশে এই মহাভুল করে ফেলল সরকার। এহেন পরিস্থিতিতে বুধবার রাত থেকে রটে যায় যে সন্দীপ ঘোষের পুরনো ট্রান্সফারের নির্দেশ বাতিল করে তাঁকে স্বাস্থ্য দফতরের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। সংবাদমাধ্যমের একাংশ তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। বিরোধী দল নেতাও দাবি ক র ছিলেন। কিন্তু খবরটা সম্পূর্ণ ভুয়ো। শুক্রবার স্বাস্থ্য দফতর সূত্রে স্পষ্ট করে বলা হয়েছে, সন্দীপ ঘোষকে ওএসডি পদে নিয়োগ করা হয়নি। তাঁকে কোর্টের নির্দেশে ছুটিতে পাঠানো হয়েছে এবং ন্যাশনাল মেডিকেল কলেজে তাঁর পোস্টিং বাতিল করা হয়েছে। সন্দীপ ঘোষকে ওএসডি পদে নিয়োগ করা হয়েছে বলে বিভ্রান্তিকর খবর রটে যাওয়ায় সোশাল মিডিয়াতেও লেখালেখি শুরু হয়ে গেছিল। সরকারের সমালোচনাও হচ্ছিল। তাতে এই প্রশ্নও উঠতে শুরু করেছিল যে সরকারের কি একটা ভুল করে শিক্ষা হয়নি। এদিন স্বাস্থ্য দফতর সূত্রে বলা হয়, আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে সমাজমাধ্যমে ও সংবাদমাধ্যমের একাংশে বহু ভ্রান্ত ও ভিত্তিহীন তথ্য প্রকাশিত হয়েছে। যা সরকারের বিরুদ্ধে অসন্তোষকে আরও উস্কে দিয়েছে। সুতরাং রাজ্যে শান্তি ও সুস্থির পরিস্থিতি বজায় রাখতে সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
Related Posts
ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
আগের নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে এখনও ভিজছে রাজ্য। এরই মধ্যেই মায়ানমার আকাশে সৃষ্ট নিম্নচাপ জেরে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি ‘নতুন সিস্টেম’ ভাদ্র মাসের আবহাওয়ায় আগামী 48 ঘণ্টায় বদল নিয়ে আসতে চলেছে ৷ হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ বেশ কয়েকটি […]
ঈদের সকালে রেড রোডে থেকে CAA-NRC নিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর, দিলেন সবাইকে একজোট হয়ে থাকার বার্তা
ইদের দিন সকালে কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। ভোটের আবহে রেড রোড থেকেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতাকে ইদের শুভেচ্ছা জানিয়ে ফের সিএএ, এনআরসি ইস্যুতে বিরোধিতার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জানালেন রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি মানবেন না। মঞ্চ থেকে […]
বাংলাদেশি সাংসদ খুনে ধৃত কসাইয়ের ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল আদালত
বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম আনোয়ারের খুনে ধৃত কসাই জিহাদ হাওলাদারকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালতে । এ দিন মুখ ঢাকা অবস্থায় সিআইডি’র গোয়েন্দারা ধৃতকে পেশ করেন বারাসত আদালতে । তবে, খুনের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও কথাই বলেননি ধৃত যুবক । ওপার বাংলার সাংসদ খুনের রহস্য উদঘাটন করতে এ দিন ধৃত জিহাদ হাওলাদারকে […]