ফের অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। শুক্রবারেরই ঘটনা। প্রকাশ্যে এল এ দিন। কোচিং সেন্টার থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধেবেলায় অসমের নগাঁওয়ে গণধর্ষণের শিকার হতে হয়েছিল বছর চোদ্দর এক কিশোরীকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই কর্নাটকের উদুপিতে বছর চব্বিশের এক তরুণীকে অপহরণ করে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের একজনের সঙ্গে ওই তরুণীর ইনস্টাগ্রামে পরিচয় ছিল বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, ওই ইনস্টা-ফ্রেন্ডই তরুণীকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিল। তার পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ওই কিশোরী। সূত্রে খবর, উদুপির কারকলা গ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে মাসতিনেক আগে আলতাফ নামের এক যুবকের পরিচয় হয় ইনস্টাগ্রামে। ফোনে মোটামুটি রোজই কথা হতো দু’জনের। পুলিশের একটি সূত্রের দাবি, আলতাফ প্রথমে ওই তরুণীর কাজের জায়গায় যায়। তরুণী দেখা করতে এলে আলতাফ তাঁকে আচমকা গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ। কিছুক্ষণ পরে অভিযুক্ত রিচার্ড কার্ডোজা নামে আলতাফের এক বন্ধু সেখানে আসে। গাড়িতে করেই তারা ওই তরুণীকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে জোর করে বিয়ার খাওয়ায় বলে অভিযোগ। সেই বিয়ারে মাদক মেশানো ছিল বলেও পুলিশ প্রমাণ পেয়েছে বলে খবর। মাদক মেশানো পানীয় খাইয়ে তরুণীকে অচেতন করে ওই গাড়িরই ব্যাকসিটে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিন্তু অভিযুক্তরা ধরা পড়ল কী ভাবে? অসমের কিশোরীকে অভিযুক্তেরা গণধর্ষণের পরে রাস্তার পাশে ফেলে দিয়ে পালায়। কর্নাটকের এই ঘটনায় অবশ্য অভিযুক্তরা তরুণীকে তাঁর এলাকায় পৌঁছে দিতে যাচ্ছিল। রাস্তায় কয়েক জনের সন্দেহ হওয়ায় তাঁরা গাড়িটিকে আটকান এবং তরুণীকে উদ্ধার করেন। বিপদ বুঝে তরুণীকে গাড়ি থেকে নামানো মাত্র গাড়ি নিয়ে পালায় আলতাফ-রিচার্ড। পুরো ঘটনার কথা পরিবারকে জানান ওই তরুণী। তাঁরা পুলিশের দ্বারস্থ হন এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশি দূর পালাতে না-পেরে শুক্রবার রাতের মধ্যেই ধরা পড়ে যায় আলতাফরা। পুলিশের দাবি, গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করে ম্যাজিস্ট্রেটের কাছে তা জমাও দেওয়া হয়েছে।
Related Posts
প্রার্থীর সব সম্পত্তির খতিয়ান জানার অধিকার নেই ভোটারের, বলল সুপ্রিমকোর্ট
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সব সম্পত্তি সম্পর্কে জানার অধিকার নেই ভোটারদের। প্রার্থী পদের সঙ্গে সঙ্গতিহীন বিষয়গুলি গোপনীয় রাখার অধিকার রয়েছে প্রার্থীরও। মঙ্গলবার একটি মামলায় বলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, প্রার্থীদের নিজেদের বা তাঁদের পরিবারের মালিকানাধীন প্রতিটি অস্থাবর সম্পত্তি প্রকাশ করতে হবে না যদি না সেগুলি বহুমূল্যবান হয় বা তাঁর বিলাসবহুল জীবনযাপনকে প্রতিফলিত করে। ২০১৯ সালে […]
‘পদের অপব্যবহার’ জাতীয় মহিলা কমিশনের প্রধানের! সন্দেশখালিকাণ্ডে রেখা শর্মার বিরুদ্ধে তদন্ত চায় তৃণমূল
সন্দেশখালি নিয়ে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে। এ বার এই ভিডিওগুলিকে (যেগুলির সত্যতা যাচাই করেনি City Next News) সামনে রেখে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে তদন্ত চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল। রেখার বিরুদ্ধে ‘পদের অপব্যবহার’ করার অভিযোগ তুলে ফৌজদারি মামলা রুজু করারও দাবি তোলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ভিডিয়োয় এক ‘নির্যাতিতা’ অভিযোগ […]
সমাজমাধ্যমে ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি! শিলচর এনআইটি থেকে দেশে ফিরতে পাঠানো হল বাংলাদেশি পড়ুয়াকে
সমাজমাধ্যমে ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি দিয়ে সমর্থন জানানোয় এনআইটি শিলচরের বাংলাদেশি পড়ুয়াকে দেশে ফেরত পাঠানো হল। মাইসা মেহজবিন নামে ওই পড়ুয়া আসামের শিলচরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের চতুর্থ সিমেস্টারের ছাত্র্রী। তিনি কলেজ থেকে পাস আউট করা তার এক সিনিয়র বাংলাদেশি ছাত্র শাহাদাত হোসেন আলফির সমাজমাধ্যমে করা একটি ভারত বিরোধী পোস্টে লাভ […]