হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদের রবিবার একটি মাইক্রো সার্জারি হবে। সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রবিবারই সার্জারির পর হাসপাতাল থেকে তিনি ছাড়া পেতে পারেন বলে সূত্রের খবর। ইএম বাইপাসের ধারের এই হাসপাতালে অভিষেকের সেই মাইক্রো সার্জারি হবে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য সংগঠন তথা দল থেকে ‘ছোট বিরতি’ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে সেই কথা জানিয়েছিলেন খোদ অভিষেকই। পাশাপাশিই অভিষেক লিখেছেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন অভিষেক।
Related Posts
সপ্তম দফার ভোটে অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব রাজ্যপালের
সন্দেশখালিতে ঘটে যাওয়া হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে রিপোর্ট দিতে বললেন রাজ্যপাল। সংবিধান এর ১৬৬(৩) ধারা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। ” শুধু সন্দেশখালি নয়, সপ্তম দফার ভোটে সামগ্রিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে হবে রিপোর্ট।মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা নিন্দনীয়”, বিবৃতি রাজভবন-এর। রাজ্য রাজনীতির শিরোনামে প্রথম থেকেই সন্দেশখালি। ভোটের দিনও […]
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা, থানায় থানায় নয়া কর্মসূচি বিজেপির
তৃণমূলকে ধাক্কা দিতে একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসেই রাজ্যজুড়ে নয়া কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। সেই ঘোষণাই আজ করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা হিসেবে ওইদিন রাজ্যজুড়ে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে বিজেপি। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আজ রাজভবনের সামনে ধর্নায় বসেন শুভেন্দু আধিকারী। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে […]
‘অভিযানের নামে তাণ্ডব, দুষ্কৃতীদের চিনিয়ে দিন’, আর্জি কলকাতা পুলিশের
ছাত্র সমাজের নবান্ন অভিযানে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙ্গেছে। পুলিসের উপরে আক্রমণ করেছে। পুলিসও জলকামান দেগে, টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। নবান্ন অভিযানের ধুন্ধুমার কাণ্ডে যারা হিংসা ছড়িয়েছে তাদের কয়েক জনের ছবি প্রকাশ করল কলকাতা পুলিস। গোলমালকারীদের মধ্যে মহিলাও রয়েছেন। আরজি কর হাসপাতালে হামলার ক্ষেত্রেও এরকম ছবি প্রকাশ করেছিল কলকাতা পুলিস। পুলিসের উপরে […]