রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে গত মাসে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । প্রায় পাঁচ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। তদন্তে তিনি সহযোগিতা করেছেন। ইডি দপ্তর থেকে বেরিয়ে একথাই বলেছিলেন ঋতুপর্ণা। এবারে ইডি সূত্রে খবর, ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান টলিপাড়ার নায়িকা।ব্যাঙ্কের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। প্রথমবার যেতে পারেননি অভিনেত্রী। মেল মারফত জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন। সেই মতোই গত ১৯ জুন সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ঋতুপর্ণা।ঘণ্টার পর ঘণ্টা ইডি আধিকারিকদের সঙ্গে ঋতুপর্ণার নানা বিষয়ে কথা হয়। “ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা কিছু নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারব না”, জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সাংবাদিকদের বলেছিলেন অভিনেত্রী। এখন শোনা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের সময়ই ৭০ লক্ষ টাকা ফেরত দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি সূত্রে খবর, এই টাকা রেশন বন্টন দুর্নীতির এক অভিযুক্তর মাধ্যমে অভিনেত্রীর অ্যাকাউন্টে এসেছিল এমনই ধারণা আধিকারিকদের। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা।
Related Posts
‘৩দিন ধরে বন্যার জলে ভাসছে ঘাটাল’! ছবির শ্যুটিংয়ে যিশু সঙ্গে ব্যস্ত তৃণমূল সাংসদ দেব
শুক্রবার খাদানের শ্যুটিং করলেন দেব। সেই ভিডিয়োও পাপারাজ্জি মারফত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার শীতে দেবের এই সিনেমা মুক্তি পেতে চলেছে। যা নিয়ে আলাদাই উত্তেজনা দর্শকদের। তবে যেখানে ঘাটালে বন্যায় ভাসছে সাধারণ মানুষ, সেখানে সেই এলাকার সাংসদের এভাবে শ্যুটিং করতে দেখে বেশ বিরক্ত সাধারণ মানুষ। ভিডিয়োতে দেখা গেল হলুদ শার্টে দেব। সঙ্গে কালো প্যান্ট। আর […]
বিগ বস ওটিটি সিজন ৩-এ হোস্ট হিসাবে দেখা যাবে না সলমান খানকে!
বিগ বস ওটিটি সিজন ৩-এ হোস্ট হিসাবে দেখা যাবে না সলমান খানকে। শো শুরুর আগেই দর্শকদের জন্য এল এই দুঃসংবাদ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে অভিনেতা তাঁর আসন্ন ছবির শ্যুটিংয়ের জন্য শো-তে থাকতে পারবেন না। তাঁর পরিবর্তে, অভিনেতা অনিল কাপুর এই সিজন হোস্ট করতে চলেছেন। এই মুহূর্তে ভাইজান এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ […]
একফ্রেমে আলিয়া-ক্যাটরিনা-প্রিয়াঙ্কা!
আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে এক ছবিতে! পরিচালনায় ফারহান আখতারের আসন্ন এই ছবিটির নাম ‘জি লে জারা’। ছবির গল্পে নারীত্বকে উদযাপন করা হবে। বন্ধুত্ব কেন্দ্রীক ছবি ‘দিল চাহতা হ্যায়’ কিংবা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মত এই ছবিতে মেয়েদের বন্ধুত্বের কথা তুলে ধরা হবে। ফারহান জানিয়েছেন, ছেলেদের বন্ধুত্ব উৎযাপনকে ঘিরে অনেক সিনেমা […]