ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নম্বরে কারচুপির অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টে। অভিযোগ উঠেছে রাজনৈতিক রঙ দেখে পড়ুয়াদের নম্বর দেওয়া হয়। এর ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে পিএইচডি করতে পারছেন না বা যোগ্যতা অনুযায়ী নম্বর পাচ্ছেন না। এর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের অফিসের বাইরে অবরোধ, বিক্ষোভ করেন পড়ুয়ারা। বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তীর অফিস ঘেরাও করেন তাঁরা। তাৎপর্যপূর্ণভাবে অভিযোগের তির বাম প্রভাবিত শিক্ষকদের একাংশের বিরুদ্ধে উঠেছে। পড়ুয়াদের একাংশের দাবি এসএফআই করলে বেশি নম্বর আর না করলে ফেল করানো হয় বা নম্বর কমিয়ে দেওয়া হয়। এদিকে সামগ্রিক পরিস্থিতিতে রিভিউয়ের দাবি করেন পড়ুয়ারা। তাদের দাবি, রিভিউয়ের সময় বাইরের বিশেষজ্ঞদের রাখতে হবে। তবে রিভিউয়ের দাবি শেষ পর্যন্ত মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের অভিযোগ, বাম মনস্ক অধ্যাপকরা মূলত রাজনৈতিক রঙ দেখেই পড়ুয়াদের নম্বর দিয়ে থাকেন। সেক্ষেত্রে পড়ুয়ারা এসএফআই করে থাকলে বেশি নম্বর দেওয়া হয়। তবে অন্য কোনও ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকলে তাদের কম নম্বর দেওয়া হয়, অথবা ফেল করানো হয়। তাতে যোগ্যতা থাকলেও অনেকে ফার্স্ট ক্লাস পাচ্ছে না অথবা পিএইচডি করতে পারছেন না। অনেকদিন ধরে এরকমটা চলে আসছে। এ নিয়ে ৫০ থেকে ৬০ টি অভিযোগ জানিয়েছেন পড়ুয়ারা। কিন্তু, তাতে কোনও কাজ হয়নি। তাই সমস্যার সমাধানে এদিন বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তীর দফতর ঘেরাও করেন পড়ুয়ারা। পরে শুরু হয় অনশন।
Related Posts
বাগুইআটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মৃত ১
১৫ বছর আগে তৈরি হয়েছিল বাড়ি। কিন্তু, তারমধ্যেই বাড়ির একাধিক জায়গায় দেখা দিয়েছিল ফাটল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে এই বাড়িটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। কিন্তু, তার আগেই ঘটে গেল বড়সড় বিপদ। খাটে বসে টিভি দেখার সময় আচমকা কিশোরের ওপর ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ। তারফলে প্রাণ গেল ওই কিশোরের। মৃত কিশোরের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। […]
ডঃ সন্দীপ ঘোষকে ফের ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের মামলায় ৯দিনে প্রায় ১০২ ঘণ্টা সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সন্দীপ ঘোষকে। ওই হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় রবিবার সিবিআইয়ের আর্থিক দুর্নীতিদমন শাখার অফিসারদের প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে সন্দীপের নাম জোরালো ভাবে উঠছিল ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই। […]
কেন NEET দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গ্রেফতার নয়? এজেন্সির বিরুদ্ধে তোপ অভিষেকের
২০২১ সালে একুশে জুলাইয়ের সমাবেশের পর দিনই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির চালায় ইডি। গ্রেফতার করা হয় পার্থকে। ২বছর পরে রবিবার এখুশের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্ব অভিযোগ তুলে ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোজাসোজি প্রশ্ন ছুড়ে দিয়ে অভিষেক বলেন, যদি এসএসসি-র জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী […]