তামান্না ভাটিয়ার আসন্ন ছবি ‘ওডেলা ২’-এর জন্য শিরোনামে রয়েছেন। মার্চ মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। ‘ওডেলা ২’ ক্রাইম-থ্রিলার ফিল্ম ”ওডেলা রেলওয়ে স্টেশন’-এর দ্বিতীয় অংশ। এর প্রথম অংশটি ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এখন এই ছবিটি সম্পর্কে একটি নতুন আপডেট এসেছে। ‘ওডেলা ২’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়াকে। শুক্রবার, ছবিটির নির্মাতারা এর শুটিং সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছেন। এতে তামান্নাকে দেখা যাবে শিব শক্তির চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওতে তথ্য দিয়ে নির্মাতা জানান, ‘ওডেলা ২’-এর দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হয়েছে। বারাণসীতে প্রথম শিডিউলের শুটিং হয়েছে। তামান্না ভাটিয়া ছাড়াও ‘ওডেলা ২’ -তে অভিনয় করেছেন হেবা প্যাটেল, বশিষ্ঠ এন। সিমহা, গগন বিহারী, পূজা রেড্ডি, সুরেন্দ্র রেড্ডি এবং ভূপাল। এই ছবিটি পরিচালনা করছেন অশোক তেজা। এদিকে ডি মধু ক্রিয়েশনস ও সম্পাথ নন্দী টিমওয়ার্কসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বি আজনীশ লোকনাথ।
Related Posts
১৪ বছর পর পর্দায় ফিরলেন ফারদিন খান
ফারদিন খান আবারও অভিনয়ে ফিরলেন। এবং ফিরলেন সঞ্জয় লীলা ভনশালির কয়েক কোটি টাকার সিরিজ ‘হীরামাণ্ডি’তে। এই সিরিজ দর্শকদের পৌঁছে দেবে সেই পাকিস্তানের বিখ্যাত গণিকাপল্লিতে। যেখানে প্রেম-ধোঁকা-প্রতিশোধ আর রক্তপাত ছিল নিত্যদিনের কাহিনি। শনিবার বিকেলে অভিনেতার লুক প্রকাশ্যে। রীতিমতো রাজকীয় বেশে ধরা দিয়েছেন তিনি। খবর, ‘ওয়ালি মহম্মদ’-এর ভূমিকায় দেখা যাবে তাঁকে। View this post on Instagram A […]
প্রকাশ্যে ‘রুসলান’-এর ট্রেলার
অবশেষে প্রকাশ্যে এল আয়ুশ শর্মা অভিনীত ‘রুসলান’ ছবির ট্রেলার। ছবিতে অ্যাকশন এবং আবেগকে নিপুণভাবে একত্রিত করা হয়েছে। ট্রেলার থেকেই ছবির গল্পের অনন্যতা বেশ বোঝা যাচ্ছে। আয়ুশের শ্যালক এবং সুপারস্টার সলমন খান ট্রেলারটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভাইজান লিখেছেন, ‘আয়ুশ, রুসলান-এর জন্য যে কঠোর পরিশ্রম, প্রচেষ্টা এবং নিবেদন রয়েছে তা দেখতে পাচ্ছেন, যাই হোক না […]
১৮ বছর পর দক্ষিণী ছবির দুনিয়ায় শিল্পা
১৮ বছর পর আবারও একবার দক্ষিণী ছবির জগতে দেখা যাবে শিল্পা শেঠিকে। ধ্রুব সারজা অভিনীত ‘কে ডি: দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। ছবিতে শিল্পার চরিত্রের নাম ‘সত্যবতী’। ছবির প্রথম লুকে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে। তাঁর পরনে রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরনো আমলের পরিচিত সানগ্লাস। সত্তরের দশকে […]