এবার এপার বাংলা পাশাপাশি বাংলাদেশেও কাজ করছেন অনুপম রায়। বাংলাদেশের টেলিভিশনে যুক্ত হলেন তিনি। এবার বাংলাদেশের নাটকে যুক্ত হলেন তিনি। ঈদের নাটক ‘আদরে থেকো’তে গান গেয়েছেন তিনি।ইশতিয়াক আহমেদের লেখা এই নাটকটি এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের গানেই কণ্ঠ দিয়েছেন অনুপম। এর আগেও বাংলাদেশের ছবিতে গান গেয়েছেন অনুপম রায়। রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার জন্য গান গেয়েছিলেন তিনি।
Related Posts
‘নাটকের জগৎ থেকে পুরস্কার ফেরানো এক ব্যক্তি বামফ্রন্টের প্রার্থী ছিলেন’ সরব ব্রাত্য বসু
আরজিকরের ঘটনায় নাট্যকার এবং শিল্পীদের পুরস্কার প্রত্য়াখ্যান নিয়ে এবার কটাক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। নিজের অবস্থান স্পষ্ট করেই এদিন তিনি বলেন, জাতীয় স্তরে এমন কোনও ঘটনা ঘটলে, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার ফেরাবেন কি না।আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বাংলার নাট্যজগতের শিল্পীদের অনেকেই রাজ্য সরকারের থেকে প্রাপ্ত পুরস্কার […]
সিকান্দর-এ নয়া এন্ট্রি রশ্মিকার
পরিচালক এ আর মুরুগাদোসের ‘সিকান্দর’ ছবিতে নায়িকা হবেন জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা। ইনস্টাগ্রামে ‘সিকান্দর’ ছবিতে তাঁর এন্ট্রি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে উত্তেজনাও ভাগ করেছেন রশ্মিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ছবির অংশ হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ।’ এবারের ইদে সলমান খানের সিকান্দর ঘোষণা করা হয়। সলমান জানান, আগামী বছরের ইদে সিকান্দর চরিত্রে আসছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই […]
অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইকআরোহী
রাতের শহরে বেপরোয়া হয়ে ওঠে তাঁর গাড়ি। সেই গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইকআরোহী। পুলিশ সূত্রে খবর, বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর তার জেরেই এই দুর্ঘটনা। ইতিমধ্যেই সম্রাটের গাড়িটিকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হবে। জানা যাচ্ছে, রাতে মত্ত অবস্থায় ছিলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। বেহালা চৌরাস্তার […]