পাক নায়িকা মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ। দুবাইয়ের কনসার্ট থেকে দাবানল গতিতে ভাইরাল ভিডিও। মাহিরা পাক নায়িকা হলেও গোটা বিশ্বে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। শাহরুখ খানের সঙ্গে রাইস ছবিতে অভিনয় করে ভারতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। সম্প্রতি দুবাইতে কনসার্ট করতে গিয়েছিলেন অরিজিৎ। সেখানে উপস্থিত ছিলেন মাহিরাও। দর্শকাসনে বসেই অরিজিতের গান উপভোগ করছিলেন। তবে গায়ক প্রথমটায় তাঁকে দেখে চিনতে পারেননি। আর যখন দর্শকদের ভিড়ে মাহিরা খানের উপস্থিতি তাঁর নজরে আসে, তখন পরিচয়ও করালেন অভিনবভাবেই। গান থামিয়ে অরিজিৎ সিংকে বলতে শোনা যায়, “আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আমি কি বলব? আচ্ছা আমি একটু অন্যভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনও ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে ওঁকে চেনার চেষ্টা করছিলাম। তারপর মনে পড়ল, আরে ওঁর জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম। আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। জালিমা গানটা গাওয়ার সময়ে মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত। ম্যাম অসংখ্য ধন্যবাদ।” কালো পোশাকে দর্শকাসনে বসেছিলেন গ্ল্যামারাস মাহিরা। অরিজিৎ সিংয়ের কথা শুনে খানিক লজ্জাই পেয়ে যান। পালটা উপস্থিত সকলের উদ্দেশে হাতও নাড়তে দেখা যায় তাঁকে। সেই ভিডিওই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। অরিজিৎ সিংয়ের বিনম্র আচরণে মুগ্ধ পাকিস্তানের শ্রোতারাও।
Related Posts
মুক্তি পেল ‘দো অর দো পেয়ার’ ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার
মুক্তি পেল শিরশা গুহ ঠাকুরতা পরিচালিত ‘দো অর দো পেয়ার’ ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার। এই ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেনধিল রামামূর্তি। গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রালার মুক্তির খবর জানিয়েছিলেন বিদ্যা। ট্রেলারের শুরুতেই প্রতীক গান্ধী এবং বিদ্যা বালানের চরিত্রগুলির মধ্যে উত্তপ্ত লড়াই হতে দেখা যায়। তারপরে তাদের যথাক্রমে ইলিয়ানা […]
৬ বছর পর পর্দায় ফিরছেন প্রীতি
প্রায় ৬ বছর পর ‘লাহোর ১৯৪৭’ ছবি দিয়ে তিনি বলিউডে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ‘সোলজার’ অভিনেত্রী প্রীতি জিন্টা। এত বছর পরে কাজে ফেরা অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং। কারণ তাঁর দুই সন্তান। মেয়ে জিয়ার বয়স আড়াই বছর মাত্র। ছেলে একটু বড়। একটি সাক্ষাত্কারে, অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন তিনি কেন এতটা সময় নিলেন বলিউডে ফিরতে। অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনে মনোযোগ দিয়েছেন। অভিনয় […]
আরজি কর কাণ্ডে ফের রাত দখল, শ্যামবাজারে ঋতুপর্ণাকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’
শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। এহেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান […]