জেলবন্দি অনুব্রত মণ্ডল। তাতেও কুছপরোয়া নেই। বীরভূম রইল তৃণমূলেরই। বিপুল ব্যবধানে জয়ী শতাব্দী রায় ও অসিত মাল। বীরভূমের দুটি আসন বোলপুর ও বীরভূম। সহজেই বীরভূমে জিতেছেন সাংসদ শতাব্দী রায়। আর বোলপুরে বিপুল ব্যবধানে জিতেছেন অসিত মাল। এই নিয়ে চতুর্থবার সংসদে যাচ্ছেন শতাব্দী। অনুব্রত জেলে যাওয়ার পর একটা ‘কিন্তু’ দেখা দিয়েছিল। অনুব্রতহীন বীরভূমে দুটি আসন জিতিয়ে আনা একরকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে অনুব্রতকে সামনে রেখেই প্রচার চলেছে সেখানে। জেলাজুড়ে প্রায় সব ব্যানার, হোর্ডিংয়ে দেখা গিয়েছিল অনুব্রতকে। তাঁকে সামনে রেখেই চলেছে প্রচার। তাঁর পদ্ধতিতেই ভোট করানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন অনুগামীরা। অনু্ব্রতর পথে হেঁটেই মিলল সাফল্য। বিরাট ব্যবধানে সেখানকার দুটি আসনই নিজেদের দখলে নিল বাংলার শাসকদল।
Related Posts
উপনির্বাচনে তৃণমূলের কাছে ৪-০এ হারলো BJP, দেড় মাসে বাংলায় ১.৮৭ লক্ষ ভোট কমল বিজেপি
আজ, শনিবার চার বিধানসভা কেন্দ্রে জয়ী হল তৃণমূল । বিজেপি এখন ৪–০ হয়ে গিয়েছে। এই ফলাফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি বৃদ্ধি হল। আর বাংলার রাজনীতিতে আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়ল নরেন্দ্র মোদির দল।রায়গঞ্জে ৫০,০৭৭ ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারীর জয়ের ব্যবধান হল ৩৯,০৪৮।বাগদায় ৩৩,৪৫৫ ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থী মধুপর্ণা […]
মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতীর তীরেই গড়ে উঠবে পর্যটক আবাস
উত্তর ২৪ পরগনা জেলায় পর্যটনের অন্যতম ক্ষেত্র টাকি। এবার সেখানে দুই একরের বেশি জায়গায় একটি বিলাসবহুল পর্যটক আবাস তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। ইতিমধ্যেই দপ্তরের পক্ষ থেকে জমি চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত পরিদর্শন হবে আগামী সপ্তাহেই। উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ অন্য প্রশাসনিক কর্তারা। ইছামতী নদীর তীরে টাকিতে […]
কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, গেলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতেও
কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা বাজার খানিক ক্ষণ আগেই কোচবিহার সার্কিট হাউস থেকে মদনমোহন মন্দিরের দিকে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়। মদনমোহন মন্দিরে পুজো দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ছোটে চকচকার দিকে। সেখানেই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়ি। যে বাড়িতে স্থানীয়রা ‘প্রাসাদ’ বলতে অভ্যস্ত। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য অনন্ত অপেক্ষা […]