প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃতিত্ব তুলে ধরতে বিজ্ঞাপনে মানুষকে বিভ্রান্ত করে সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি ব্যবহার করেছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল । কটাক্ষ করা হল ‘ভারতীয় জালি পার্টি’ বলেও। ১২ মে বঙ্গ বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করে দাবি করে, গত ১০ বছরে নরেন্দ্র মোদি কুড়িটিরও বেশি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন। তাতে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি সিঙ্গাপুর মেট্রো রেলের ছবি বলে উল্লেখ করেছে তৃণমূল। যা নিয়ে শনিবার তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা মন্ত্রী শশী পাঁজা বলেন, “প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, তখনই মিথ্যাচার করেন। তাঁর প্রত্যেকটি গ্যারান্টিই যে ভুয়ো, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। তিনি বছরে ২ কোটি মানুষকে চাকরি দেওয়া নিয়ে মিথ্যাচার করেছেন। আর এখন প্রধানমন্ত্রী বলছেন, ২০টি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন। যদিও, এই সংক্রান্ত বিজ্ঞাপনটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা সিঙ্গাপুর মেট্রোর। যার অর্থ, এই দাবিটিও ভুয়ো!” এর পরই বলেন, “প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া উচিত, কেন ভারতীয় জনতা পার্টি আজ ভারতীয় জালি পার্টিতে পরিণত হয়েছে।” অতীতেও এ জিনিস বারবার ঘটেছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের উন্নয়নের প্রতীক বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি ব্যবহার করেছিল খবরের কাগজের বিজ্ঞাপনে। সে বছরই নভেম্বর মাসে অসামরিক বিমান মন্ত্রক দুর্গাপুর বিমানবন্দরের ছবি দিয়ে সেগুলি উত্তরাখণ্ড বিমানবন্দরের ছবি বলে উল্লেখ করেছিল। এমনকী, ত্রিপুরার বিজেপি সরকারও কলকাতার ছবি ব্যবহার করে পথনিরাপত্তা সংক্রান্ত একটি কর্মসূচির পোস্টার করেছিল।
Related Posts
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়াদাওয়া করছিলেন না। তাই দুর্বল হয়ে পড়েছিলেন। পরিস্থিতি বিবেচনা করে তাই তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে মুকুল রায়কে।
হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন।হৃদযন্ত্রের জটিলতা এড়াতে সাহিত্যিকের বুকে পেসমেকার বসানো রয়েছে অনেকদিন ধরেই। চিকিৎসার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর সেই পেসমেকার বদলাতেও হয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পেসমেকারটি পুরনো হয়ে গিয়েছিল। সেই পেসমেকার পাল্টানোর অস্ত্রোপচারের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হন। সেই অস্ত্রোপাচার সফল হয়েছে। হাসপাতালে ভর্তির খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ তবে চিন্তার কোনও […]
বদলে গেল শেষ মেট্রোর সময়
বদলে গেল শেষ মেট্রোর সময়। রাত ১১টার পরিবর্তে দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রোটি ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। সোমবার থেকে নতুন সময়সূচি মেনে ছুটবে রাতের মেট্রো। যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রো পরীক্ষামূলক ভিত্তিতে ব্লু লাইনে বিশেষ রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালাচ্ছে। সোম থেকে শুক্র রাত ১১ টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়ছিল শেষ মেট্রোটি। […]