ফের বিতর্কে বিজেপি সাংসদ বৃজভূষণ সরণ সিং। তবে এবার সরাসরি তিনি নন, এবার তাঁর ছেলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান বৃজভূষণ সরণ সিংয়ের ছেলে এবং চলতি লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী করণভূষণ সিংয়ের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। দুর্ঘটনার পরই প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ঘটনাটি যখন ঘটে তখন সেখানে উপস্থিত ছিলেন করণভূষণ সিং। যদিও সেই বিষযে সরকারিভাবে কিছু জানানো হয়নি। করণ চলতি নির্বাচনে উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী। এবার নির্বাচনে বৃজভূষণ সিংয়ের পরিবর্তে তাঁর ছেলে করণকে টিকিট দিয়েছে বিজেপি। সূত্রের খবর, উত্তরপ্রদেশের গোন্দায় ঘটে দুর্ঘটনাটি। কাইসারগঞ্জের বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়েচিলেন। গোন্দার বৈকুন্ঠ ডিগ্রি কলেজের সামনে তাঁর কনভয়ের একটি গাড়ি এসে ধাক্কা মারে একটি বাইকে। ধাক্কার চোটে দুই বাইক আরোহীই ছিটকে গিয়ে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গাড়ির ধাক্কায় আহত হন আরও বেশ কয়েকজন পথচারী। যে ফরচুনার গাড়িটি ধাক্কা মেরেছে, সেই গাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ফরচুনা গাড়িটির সামনের অংশ পুরো ভেঙেচুরে গিয়েছে। তবে দুর্ঘটনার সময় করণভূষণ সিং গাড়িটিতে ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে ঘাতক গাড়ির চালককে। তবে পুলিশের প্রাথমিক রিপোর্টে বিজেপি প্রার্থীর নাম উল্লেখ নেই বলেই জানা গিয়েছে।
Related Posts
একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়, মৃত ১৯
প্রবল বৃষ্টিতে নাজেহাল দক্ষিণের দুই রাজ্য । অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা ৷ এর মধ্যে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং গুন্টুর শহরে প্রবল বৃষ্টি বিপর্যস্ত জনজীবন ৷ এখনও পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ভারী বর্ষণের জেরে নদী ও বিভিন্ন বাঁধ উপচে পড়েছে । বিজয়ওয়াড়া শহরে দুই দশক ধরে এমন রেকর্ড বৃষ্টি হয়নি ৷ […]
ইস্তেহারের পরের দিনই ফের ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদির
গত রবিবারই নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেস ভারতীয় জনতা পার্টি৷ ইস্তেহার প্রকাশকালে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, নির্মলা সীতারমণের মতো নেতৃত্বেরা৷ ইস্তেহার প্রকাশের পরে তাঁদের সঙ্কল্প পত্র নিয়ে বিশদে আলোচনাও করেন মোদি৷ আর তার পরের দিনই সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফের ‘এক দেশ, এক নির্বাচন’ প্রসঙ্গ তুললেন তিনি৷ […]
মধ্যপ্রদেশে রাতভর দরজা আটকে দলিত মহিলাকে মারধর করল রেল পুলিশ, ভাইরাল ভিডিও
মধ্যপ্রদেশের কাটনি থেকে এবার একটি ভিডিও সামনে এল। যেখানে জিআরপি আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video) যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের […]