দেশজুড়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল সহ ৭ টি রাজ্যে চলছে ভোটগ্রহণ ৷ আজ, সোমবার নির্বাচনের ৪৯ টি আসনে চলছে ভোট ৷ সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটভুটি ৷ দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ভোট দিতে শুরু করেছেন ভোটাররা ৷ সকাল ১১টা পর্যন্ত দেশের ৪৯ আসনে ভোট পড়ল ২৩.৬৬ শতাংশ। গণতন্ত্রের এই মহোৎসবে আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন বলিউডের একঝাঁক তারকা ৷ সোমবার ভোটগ্রহণ পর্ব শুরু হতেই মুম্বইয়ের বুথে গিয়ে ভোট দিলেন বলি তারকা অক্ষয় কুমার ৷ বুথ থেকে বেরিয়ে বলিউডের ‘রাওডি’ অভিনেতা বলেন, “আমি চাই আমার ভারত উন্নত ও শক্তিশালী হোক । সেটা মাথায় রেখেই ভোট দিয়েছি । দেশের উন্নয়নের জন্য যা সঠিক, সেই কথা ভেবে বাকিদের ভোট দেওয়া উচিৎ ৷” সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিল্পপতি অনিল অম্বানিও ৷ সোমবার পঞ্চম দফার নির্বাচনে মহারাষ্ট্রের ১৩টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব ৷ মোট ২৬৪ প্রার্থীর ভাগ্য নির্ধারন করবেন ২ কোটি ৪৬ লক্ষেরও বেশি ভোটার ৷ বোন জোয়া আখতারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বলি তারকা ফারহান আখতার ৷ সাতসকালে ভোট দিলেন বলি তারকা রাজকুমার রাও ৷ বুথের বাইরে বেরিয়ে বলেন, “এটা আমাদের দেশের প্রতি একটি বড় দায়িত্ব ৷ আমাদের সকলের ভোট দেওয়া উচিৎ । আমরা যদি ভোটের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে পারি তাহলে এটাই সবচেয়ে বড় কাজ । আমি খুব খুশি, নির্বাচন কমিশন আমাকে জাতীয় আইকন হিসেবে বেছে নিয়েছে ৷ সকলের কাছে আমার আবেদন, দয়া করে বেরিয়ে আসুন এবং আপনার ভোট দিন… ” ভোট দিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুর ৷ ভোট দিতে দেখা গেল অভিনেত্রী সানায়া মালহোত্রা ৷ ভোট দিলেন অভিনেতা পরেশ রাওয়াল ৷ ভোট দিয়ে বেরিয়ে বললেন, “যারা ভোট দেবেন না তাদের জন্য কর বৃদ্ধি বা অন্য কোনও শাস্তির মতো কিছু বিধান থাকা উচিৎ ।” ভোট দিলেন অভিনেতা শাহিদ কাপুর ৷ পরনে সাদা শার্ট, চোখে কালো রোদচশমা পরে সেই ছবি শেয়ার করেন অভিনেতা ৷ ভোট দিলেন বলি তারকার আমির খানের ছেলে ইরা খান এবং জুনেইদ খান ৷ ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে দেখা গেল শিব সেনা নেতা তথা বলি তারকা গোবিন্দা ৷ সকাল থেকে কার্যত জমে উঠেছে বাণিজ্যনগরীর ভোটাভুটি ৷ রবিবার ভোট শুরুর একদিন আগে দেশবাসীকে ভোটে উৎসাহিত করার জন্য এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো প্রকাশ করেন ‘বিগ-বি’ অমিতাভ বচ্চন ৷ ভোট দিলেন বর্ষীয়ান অভিনেতা ধরমেন্দ্র ৷ অন্যদিকে, মেয়ে এশা দেওলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী হেমা মালিনী ৷ বিজেপির জয় সম্পর্কে আত্মবিশ্বাসী হেমা বলেন, “বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে আসছেন । আমাদের 400 পেরিয়ে যাওয়ার স্বপ্ন পূরণ হবে ৷”
Related Posts
প্রয়াত কন্নড় অভিনেত্রী অপর্ণা ভাস্তারে
প্রয়াত অভিনেত্রী অপর্ণা ভাস্তারে (৫৭)। ১৯৮৫ সালে কন্নড় মুভি ‘মাসানাদা হোভু’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি।১ ৯৯০ সালে অল ইন্ডিয়া রেডিওতে রেডিও জকি এবং ডিডি চন্দনা-তে সঞ্চালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর ইলাদা মেলে, প্রীতি ইলাদা মেলের মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেন।এদিকে স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। শুক্রবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের এই খবর দিয়েছেন […]
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা মনোজ মিত্র, পরিস্থিতি সঙ্কটজনক
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা, নির্দেশক ও নাট্যকার মনোজ মিত্র। রবিবার সন্ধ্যের পর তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়। হৃদজনিত সমস্যায় ভুগছেন তিনি। ক্যালকাটা হার্ট সেন্টারে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টা না পেরোলে চিকিৎসকরা কোনও আশার আলো দেখাতে পাচ্ছেন না। গত কয়েক মাস আগেই এই প্রবীণ শিল্পীর পেসমেকার বসেছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরে […]
মাদক চক্রে গ্রেফতার অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের ভাই
বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং-এর ভাই আমনপ্রীত সিংকে গ্রেফতার করল পুলিশ৷ নিষিদ্ধ মাদকের গ্রাহক হিসাবে আমনপ্রীতকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় রাকুলের ভাইকে নিয়ে মোট ১০ জন পুলিশের জালে ধরা পড়ছে ৷ সাইবেরাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে পাঁচ মাদক কারবারিও রয়েছেন ৷ তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক্স ব্যুরো এবং হায়দরাবাদের নরসিঙ্গি পুলিশের যৌথ অভিযানে […]