চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ- উভয়েই লোকসভা স্পিকার পদের দাবিদার! তাঁরা দুজনেই নাকি এনডিএ-র কাছে এই আর্জিই জানিয়েছেন! লোকসভা ভোটের ফল বেরোতে না বেরোতেই বোঝা গিয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতা না-পাওয়া বিজেপি তথা এনডিএ এখন শরিকদের নানা দাবি-দাওয়ার মুখে পড়তে চলেছে। সেকথাই ক্রমে সত্য প্রমাণিত হতে চলেছে। গতকালই বোঝা গিয়েছিল, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর হাতেই এখন এনডিএ সরকারের ভাগ্য। এরকম পরিস্থিতিতে তিনি যে এনডিএতেই রয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। রাজনৈতিক মহলের খবর ছিল, এনডিএ সরকারে থাকার ক্ষেত্রে বড় কোনও শর্ত রাখতে পারেন চন্দ্রবাবু। কী সেই শর্ত? তা নিয়েও বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে। এর মধ্যে জোরাল যে কথাটি উঠে আসছে, তা হল, এবার এনডিএ সরকারের কাছে থেকে লোকসভার স্পিকারের পদ দাবি করতে পারেন চন্দ্রবাবু। বাজপেয়ী সরকারের আমলে টিডিপির জিএমসি বালাযোগী লোকসভার স্পিকার ছিলেন। দলত্যাগ বিরোধী আইনে স্পিকারের বড় ভূমিকা থাকে। বুধবারই দিল্লিতে এনডিএ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন চন্দ্রবাবু নাইডু। সেখানেই হয়তো তিনি তাঁর দাবিগুলি তুলতে পারেন বলে মনে করা হয়েছিল। এদিকে ফলপ্রকাশের পরেই শোনা গিয়েছিল চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ করছেন ইন্ডিয়া ব্লকের নেতারাও। তবে, এখন শোনা যাচ্ছে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হলেও তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি তারা। দিল্লি রওনা হওয়ার আগে এক প্রেস কনফারেন্সে চন্দ্রবাবু নাইডু বলেন, দেশের বহু রাজনৈতিক ওঠাপড়া দেখেছি। অনেক অভিজ্ঞতাই হয়েছে। আমরা এনডিএতেই রয়েছি। দিল্লি যাচ্ছি এনডিএর বৈঠকে।
Related Posts
রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানালেন প্রধানমন্ত্রী
তৃতীবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদিই ৷ তাঁকে এনডিএ জোটের নেতা নির্বাচিত করলেন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সাংসদরা ৷ শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে সর্বসম্মতিক্রমে মোদিকে জোটের নেতা নির্বাচিত করেন সাংসদরা ৷ ফলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রশস্ত হল নরেন্দ্র মোদির ৷ অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির […]
উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি বগি, মৃত ৪, আহত ২৮
ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। রেল মন্ত্রক সূত্রে খবর, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪জনের এবং আহত ২৮। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য করা হল বিশেষ ব্যবস্থা। সূত্রের খবর অনুযায়ী, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ্যে তিনটি বগির গেট, জানালা […]
একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত ত্রিপুরায় মৃতের সংখ্যা বেড়ে ২৪, উদ্ধারকাজে গিয়ে মৃত আরও ২ জওয়ান
বিপর্যস্ত ত্রিপুরায় মর্মান্তিক ঘটনা। দুর্গতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল দুই জওয়ানের। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর পূর্ব ভারতের এই রাজ্য। ত্রিপুরার গ্রামের পর গ্রাম এখন জলের তলায়। দুর্যোগের কবলে পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। জানা গিয়েছে, বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের দুই জওয়ান। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে […]