সোমবার সিআইএসসিই আয়োজিত দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষার ফল ঘোষণা করা হল। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ এবং দ্বাদশের পরীক্ষা শেষের ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে রাজ্য। এ বার দু’টি পরীক্ষাতেই রাজ্যের ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। ২০২৪-এর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৯.২২ শতাংশ। মোট ৪২ হাজার ৩৭২ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৩ হাজার ২১৪ জন (৫৪.৭৯ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ১৫৮ জন (৪৫.২১ শতাংশ)। এ বছর রাজ্যের মোট ৪২৬টি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছিল। আইএসসিতে দেশ এবং বিদেশের অঞ্চল ভিত্তিক পাশের হারে প্রথম উত্তরাঞ্চলের রাজ্যগুলি। এর পর দ্বিতীয় স্থানেই রয়েছে দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলি। এর মধ্যে রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৭.৮০ শতাংশ। রাজ্যে মেয়েদের পাশের হার ৯৮.৪৬ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৬.৮৮ শতাংশ। অর্থাৎ রাজ্যের ফলাফলেও মেয়েরা টেক্কা দিল ছেলেদের। এ বছর দশম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন, ছাত্র ১ লক্ষ ৩০, ৫০৬ জন (৫৩.৫৭ শতাংশ), ছাত্রী ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন (৪৬.৪৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন। দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন, ছাত্র ৫২ হাজার ৭৬৫ জন (৫২.৮২ শতাংশ), ছাত্রী ৪৭ হাজার ১৩৬ জন (৪৭.১৮ শতাংশ)। পাশ করেছে ৯৮ হাজার ৮৮ জন। আইসিএসই এবং আইএসসিতে ছাত্রীদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, ছাত্রদের পাশের ৯৯.৩১ শতাংশ। দ্বাদশের পরীক্ষায়ও ছাত্রীরাই এগিয়ে, পাশের হার ৯৮.৯২ শতাংশ। ছাত্রদের পাশের ৯৭.৫৩ শতাংশ।
Related Posts
আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে আরজিকর মামলার শুনানি
আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে ফের আরজি কর মামলার শুনানি৷ গতকালই শীর্ষ আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি৷ দীর্ঘ শুনানিতে সিবিআই তদন্তে আস্থা রেখেছিলেন প্রধান বিচারপতি৷ মূল মামলার শুনানির পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং কর্মবিরতির বিষয়টি উঠে এসেছিল সওয়াল জবাবে৷ চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু নির্দেশও রাজ্য সরকারকে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবারের শুনানি সংক্রান্ত নির্দেশিকা […]
RG KAR: ‘সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে নির্যাতিতার নাম এবং ছবি সরিয়ে ফেলুন’, কড়া নির্দেশ সুপ্রিমকোর্টের
নির্যাতিতার নাম যাতে প্রকাশ করা না হয় প্রথম থেকেই এব্যপারে সতর্ক করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এবার সমস্ত সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে জানিয়েছে যাতে মৃত চিকিৎসকের ছবি নাম সহ অন্যান্য বিস্তারিত বিবরণ যেন পেশ করা না হয়। ওই চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা, বিচারপতি […]