ইতিমধ্যেই রিমল শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় রিমল সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে প্রতি ঘন্টায় গতিবেগ থাকবে ৭০ কিলোমিটার। সোমবার বিকেলের মধ্যেই এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর আরও শক্তি হারিয়ে সকাল ১১ টা ৩০ মিনিটে সেটি অতি গভীর নিম্নচাপের আকার ধারণ করবে। বিকেলের মধ্যে গভীর নিম্নচাপ এবং রাতে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে রিমাল। তবে ঘূর্ণিঝড় এবং পরবর্তী নিম্নচাপের প্রভাব থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব প্রান্তেই। পাহাড় ছাড়া রাজ্যের সর্বত্র চলবে ঝড়বৃষ্টি। কোথাও ভারী, কোথাও অতিভারী বৃষ্টিপাত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নদিয়া ও মুর্শিদাবাদে। অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।রিমল পার করলেও আজ নদিয়া এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার, সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে মকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার, সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৬০ কিলোমিটার বেগে বাতাস হইতে পারে। সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আজ। কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট।
Related Posts
বামেদের ‘লালবাজার অভিযান’, পুলিশের গার্ডরেল পরিণত হল সভাস্থলে
কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযান করে বামেরা। কিন্তু লালবাজারের কিছুটা আগেই, বেন্টিঙ্ক স্ট্রিটে আটকে দেওয়া হয় বাম কর্মী-সমর্থকদের। সেখানেই সভার আয়োজন করে বক্তৃতা দিতে শুরু করেন নেতৃত্বরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেছিলেন। এবার লালবাজার অভিযান করল বামেরা। বামেদের লালবাজার অভিযান রুখতে পুলিশ ৯ […]
জেলা হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত তথ্য তলব স্বাস্থ্য দফতরের
কলকাতার পর এবার জেলার সুপারস্পেশালিটি এবং মহকুমা হাসপাতালগুলি থেকে সিসিটিভি-সহ নিরাপত্তা সংক্রান্ত তথ্য চাইল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর জানিয়েছে, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাগুলোর নিরাপত্তা ব্যবস্থা কী? সিসিটিভি, সিকিওরিটি গার্ড, রেস্টরুম কত সংখ্যা রয়েছে? স্বাস্থ্য দফতরের অধীনে থাকা এই হাসপাতালগুলির কাছ থেকে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর ভার্চুয়াল বৈঠক করে বিভিন্ন […]
আর জি কর কাণ্ডে ডিনার সঙ্গী ৪ ডাক্তারকে ফের তলব, লালবাজারে তলব চেস্ট বিভাগের প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকেও
আর জি কর কাণ্ডের তদন্তে ফের ৪ ডাক্তারকে তলব। গতকালের অর্থাত্ সোমবারের পর আজ ফের ৪ জন ডাক্তারকে তলব। রাতে তরুণীর সঙ্গে ডিনার করেছিলেন ৪ জন। তলব চেস্ট বিভাগের প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপারকেও। এছাড়া আরও কয়েকজনকে মঙ্গলবার ডেকেছে কলকাতা পুলিস আধিকারিকরা। যারা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা পোস্ট করেছিলেন। তার মধ্যে একজন আর জে আছেন। ঘটনার সংক্রান্ত বিষয়ে তাদের […]