মালদায় প্রচারে নামার সময় দেবের হেলিকপ্টারে আগুন

শুক্রবার মালদায় দেবের হেলিকপ্টারে লাগলো আগুন। মাঝআকাশে আগুন লাগায় ভয় পেয়ে যান দেব সহ তাঁর সঙ্গে উপস্থিত টিম। বড় বিপর্যয় এড়ানো গেছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল। জানা গিয়েছে, মালদায় হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় চপারে। প্রয়োজন বুঝে তৎক্ষণাৎ মালদহ হেলিপ্যাডেই জরুরী অবতরণ করাতে হয় দেবের কপ্টার। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। তবে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েও থেমে থাকেননি তৃণমূলের তারকা প্রার্থী। বথুয়ার জমজমাট সভায় যোগ দিয়েছেন।

error: Content is protected !!