রাঁচির পানশালায় নৃশংস ভাবে খুন হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক ডিজে৷ নিহত ওই যুবকের নাম সঞ্জীব৷ পানশালায় আসা কয়েকজন যুবকের সঙ্গে পানশালার বাউন্সারদের হাতাহাতির পরই এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, রবিবার রাতে ঝাড়খণ্ডের রাজধানীর রাঁচি একটি নামজাদা হোটেলের পানশালায় এই ঘটনা ঘটে৷ মহিলাদের উত্যক্ত করা নিয়েই গন্ডগোলের সূত্রপাত বলে খবর৷ পুলিশ জানিয়েছে, প্রথমে পানশালায় আসা কয়েকজন ক্রেতা এবং পানশালার বাউন্সারদের মধ্যে বচসা শুরু হয়৷ যা গড়ায় হাতাহাতিতে৷ এর পরই ওই পানশালায় বাইরে থেকে আরও কয়েকজন সশস্ত্র অবস্থায় হাজির হয়৷ বহিরাহত ওই দুষ্কৃতীরাই পানশালায় ঢুকে অন্তত ছয় রাউন্ড গুলি চালায় বলে খবর৷ তখনই গুলিবিদ্ধ হন সঞ্জীব নামে ওই ডিজে৷ ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে৷ তাতে দেখা যাচ্ছে, এক যুবক বন্দুক উঁচিয়ে সঞ্জীব নামে ওই ডিজের দিকে এগিয়ে যাচ্ছে৷ এর পরই গুলি করা হয় তাঁকে৷ নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলও৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
Related Posts
মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশি মারলেনা
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশি মারলেনা। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর মুক্তি পেয়েই পদত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কুর্সিতে এ বার আতিশি। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর তকমা পেলেন তিনি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। দিল্লির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে শনিবার সকালেই সাক্ষাৎ করেন […]
নর্মদায় স্নান করতে নেমে তলিয়ে গেল একই পরিবারের ৭ জন
নর্মদায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন একই পরিবারের ৭ জন। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার পোইচায় নর্মদা নদীতে বেড়াতে এসেছিল ১৫-১৬ জনের একটি দল। তাঁদের মধ্যে ৮ জন নদীতে স্নান করতে নামেন। খেই হারিয়ে তলিয়ে যান ৮ জন। একজনকে রক্ষা করেন স্থানীয়রা। বাকি ৭ জন তলিয়ে যান। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ -এর ২ টি দল […]
রেপো রেট ৬.৫ শতাংশে স্থির রাখল আরবিআই
রেপো রেট নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। আম জনতাকে স্বস্তি দিয়ে রেটো রেট একই রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া । শুক্রবার মুদ্রাস্ফীতির কমিটি বৈঠকে বসেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেটের হার কমবে নাকি বাড়বে তা নিয়ে টানাপড়েন চলছিল জনগণের মনে। তবে জনতাকে স্বস্তি দিয়ে রেপো রেট ৬.৫ শতাংশে স্থির রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন […]