কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বেঙ্গালুরুর আদালত। পকসো মামলায় কর্নাটকের প্রাক্তন মুুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। তদন্তের প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। প্রসঙ্গত, মার্চের গোড়ায় ১৭ বছরের এক নাবালিকা এবং তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছিল বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পরে ঘটনার তদন্তের জন্য ‘সিট’ গঠন করা হয়। বৃহস্পতিবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। সিআইডির বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত করছে। প্রয়োজন মনে করলে অভিযুক্তকে তাঁরা গ্রেফতারও করবে।’ বর্তমানে বেঙ্গালুরুতে নেই ইয়েদুরাপ্পা। তিনি দিল্লিতে থাকায় ফিরে গিয়ে তদন্ত প্রক্রিয়ায় যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিআইডি। তবে তদন্তকারীদের মুখোমুখি হননি তিনি। ইতিমধ্যেই কর্নাটক আদালতে আগাম জামিনের আবেদন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
Related Posts
দিল্লির মন্ত্রী অতিশী মারলেনার অনশন মঞ্চে তৃণমূলের মহিলা সাংসদরা
আমরণ অনশনে বসেছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা। সোমবার আন্দোলনরত আপনেত্রীকে দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। উল্লেখ্য, গত একমাসেরও বেশি সময় ধরে জলের আকাল চলছে রাজধানীতে। দীর্ঘক্ষণ জলের লাইনে দাঁড়িয়েও জল পাচ্ছেন না সাধারণ মানুষ। জায়গায় জায়গায় ট্যাঙ্ক পাঠিয়ে জলের জোগান দেওয়ার চেষ্টা চলছে ঠিকই তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই পরিস্থিতিতে যমুনার জল […]
আগামী ২৩ জুলাই বাজেট, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী
অবশেষে বাজেটের দিনক্ষণ ঘোষণা করল মোদি সরকার। সরকার গঠন হওয়ার পরেই কবে পরবর্তী বাজেট পেশ হবে তা নিয়ে উৎকণ্ঠা ছিল সাধারণ মানুষের মধ্যে। শনিবার দেশের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু এক্স হ্যান্ডলে বাজেটের দিনক্ষণ ঘোষণা করেন। জানা গিয়েছে চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হবে বাজেট অধিবেশন। চলবে ২২ অগস্ট পর্যন্ত। ভারত সরকারের তরফে দেশের […]
মধ্যপ্রদেশে রাতভর দরজা আটকে দলিত মহিলাকে মারধর করল রেল পুলিশ, ভাইরাল ভিডিও
মধ্যপ্রদেশের কাটনি থেকে এবার একটি ভিডিও সামনে এল। যেখানে জিআরপি আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video) যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের […]