ফের চরম দুর্ভোগে পড়তে চলেছে রেলযাত্রীরা। টানা ১০ দিন ধরে চলবে নন ইন্টারলকিংয়ের কাজ, খড়গপুর ডিভিশনে বাতিল শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে চলবে নন ইন্টারলকিং-এর কাজ। সেজন্যই বাতিল করা হল শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বুধবার খড়ডপুর ডিভিশন সূত্রে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রি নন-ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজ চলবে যথাক্রমে ২২ জুন থেকে ২৮ জুন এবং ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। এই কাজ চলাকালীন (২২ জুন-১জুলাই) মেদিনীপুর-হাওড়া লোকাল-সহ খড়গপুর ডিভিশনের মোট ১৬৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, বাতিল করা হয়েছে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। সেই তালিকায় আছে ইস্পাত, জনশতাব্দী, ইন্টারসিটি, আরণ্যক, কাণ্ডারী, শতাব্দীর মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও।
Related Posts
পুরনো করকাঠামো অপরিবর্তিত থাকছে, আয়কর দিতে দেরি হলে কোনও জরিমানা করা হবে না, মধ্যবিত্তদের জন্য ছাড়!
মধ্যবিত্তদের জন্য সুখবর। কর কাঠামোয় বাজেটে বড় ছাড়ের ঘোষণা। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে নতুন আয়কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে একলাফে ২৫ হাজার আরও বাড়িয়ে ৭৫ হাজার করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পেনশনভোগীদের ক্ষেত্রে ফ্যামিলি পেনশনের উপরও বাড়ানো হল ডিডাকশন। পেনশনভোগীদের ক্ষেত্রে […]
হরিয়ানায় বাস-ট্রাভেলারের সংঘর্ষ, মৃত ৭ তীর্থযাত্রী, গুরুতর আহত ২৫
ফের হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, হরিয়ানার আম্বালায় বাস এবং ট্রাভেলারের সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন মারা গিয়েছে। প্রায় ২৫ জন গুরুতর আহত। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে। আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি তীর্থযাত্রীদের নিয়ে বৈষ্ণোদেবীর উদ্দেশ্য যাচ্ছিল। রাস্তায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে। দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ সাতজন নিহত। আহত […]
তেলেঙ্গানায় স্কুলের হস্টেলে খাবারের মধ্যে টিকটিকি, অসুস্থ ৩৫
হস্টেলের ব্রেকফাস্টে টিকটিকি! সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৩৫ জন পড়ুয়া। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল তেলেঙ্গানায়। ইতিমধ্যেই রাঁধুনি ও তাঁর সহকারীকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে হস্টেলের কেয়ারটেকার ও স্পেশাল অফিসারকে শো কজ করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের মেদক জেলার টি জি মডেল স্কুলের হস্টেলে এই ঘটনা ঘটেছে। পড়ুয়ারা সকালের খাবার খাওয়ার পরই আচমকা […]