প্রথম দফা নির্বাচনের দিনেই অশান্ত হয়ে উঠল মণিপুর। গত বছর থেকে হিংসার আগুন জ্বলছে রাজ্যের বিভিন্ন এলাকায়। ভোটের শুরুতেও উত্তেজনা ছড়াল। ভোটগ্রহণ চলাকালীন এক বুথে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন ৩ জন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভা এলাকার থামানপোকপি এলাকায়। একটি বুথ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ভোটের লাইনে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, আতঙ্কে তাঁরা পালানোর চেষ্টা করেন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়। অন্যদিকে ইম্ফলে ইনার মণিপুর আসনের থংজু বিধানসভা এলাকায় একটি বুথে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এ ঘটনাতেও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে নতুন করে আবার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল ১১টা পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়েছে মণিপুরে।
Related Posts
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে ভারী বৃষ্টি-ভূমিধস, উত্তর-পূর্ব ভারতে প্রাণ গেল ৩৬ জনের
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। অতি প্রবল বৃষ্টি ও ভূমিধসে আট রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩৬ জন ৷ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সড়ক ও রেল পরিষেবা ৷ মিজোরামে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন ৷ এর মধ্যে খনিতে ধস নেমে মিজোরামের রাজধানী আইজলে প্রাণ হারিয়েছেন ২১ জন, নিখোঁজ আরও ১০ জন ৷ নাগাল্যান্ডে মারা গিয়েছেন ৪ […]
বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া বিস্কুট কারখানা
তারাতলায় ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেল। সূত্রের খবর, কোম্পানিতে স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন, অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। আড়াই হাজার টন প্রোডাকশন হত প্রতি বছর। ২০০৪ সাল থেকে যে আড়াইশো জন অস্থায়ী কর্মী কাজ করছিলেন তাঁদেরকে কোম্পানি কোনও টাকাপয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। এমনই দাবি অস্থায়ী কর্মীদের। স্থায়ী […]
আগামী ১২ জুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন চন্দ্রবাবু নাইডু
তেলেগু দেশম পার্টির সভাপতি এন চন্দ্রবাবু নাইডু ১২ জুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। অনুষ্ঠানটি হবে অমরাবতীতে। এতে নরেন্দ্র মোদী এবং নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক মন্ত্রী থাকবেন। নাইডুর শপথ অনুষ্ঠান আগে ৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মোদির শপথ অনুষ্ঠানের কারণে তা স্থগিত করা হয়েছে। চতুর্থবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। এর […]