সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে প্রাণ হারালেন বনকর্মী অমলেন্দু হালদার। এই ব্যক্তি রায়দিঘির বাসিন্দা ছিলেন। শনিবার সন্ধেয় বোট নিয়ে টহল দিতে বেরিয়েছিলেন। সে সময় বনকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় চোরাশিকারীরা। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় সুন্দরবনের বিদ্যা রেঞ্জে অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। বোটে নিহত বনকর্মীর সঙ্গে ছিলেন আরও ৩জন কর্মী ও বোটের ২ কর্মী। চোরাশিকারীদের সঙ্গে মুখোমুখি হওয়ার পর দুইপক্ষই গুলি চালায়। নিহত বনকর্মীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে গুলি করার পরেও, ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Related Posts
জলপাইগুড়িতে মানসিক ভারসাম্যহীন মূক-বধিরকে ধর্ষণের অভিযোগ, গর্ভবতী যুবতী
যুবতী মানসিক ভারসাম্যহীন, মূক ও বধির। পরিবারের অভিযোগ, যুবতীকে ধর্ষনের। জানা গিয়েছে তিনি গর্ভবতী। ঘটনাস্থল জলপাইগুড়ির বানারহাট চা বাগান। জানা গিয়েছে, যুবতীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাঁর পরিবারের সদস্যরা বানারহাট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বেশকিছু পরীক্ষার পর নিশ্চিত করেন, ২১ সপ্তাহের গর্ভবতী। এর পরই রবিবার সকালে মেয়েটির দাদা ও বানারহাট চা বাগানের বেশ কিছু […]
‘পরিবারবাদ চান নাকি রামরাজ্য চান, বিজেপিকে ৩০ আসন দিন, তৃণমূল গুন্ডাদের উল্টো টাঙিয়ে সোজা করে দেব’, হুঙ্কার অমিত শাহের
শুধু ৩০টি আসন পাওয়ার অপেক্ষা। মোদিজির পাঠানো টাকা যারা খেয়েছে তৃণমূলের সেইসব গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয় যাদের বাড়ি থেকে টাকা বেরিয়েছে তাদের জেলে ঢোকানো হবে বলেও তিনি জানিয়ে দিলেন। শুধু তাই নয় ৩০ আসন পেলে বাংলাকে ১ নম্বর বানানোর কথাও ঘোষণা করে দিলেন […]
ক্যানিংয়ে সন্ধান মিলল সন্দীপ ঘোষের নয়া বাংলোর
ক্যানিংয়ে মিলল সন্দীপ ঘোষের বাংলোর সন্ধান। ক্যানিং ২ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা জমির মধ্যে দাঁড়িয়ে রয়েছে সবুজরঙা দোতলা একটি বাংলো। বাংলোর গায়ে লেখা রয়েছে ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। লম্বা পাঁচিল দিয়ে ঘেরা সন্দীপের বাংলো। স্থানীয়দের দাবি, এই বাংলোতে একাধিকবার সন্দীপ ঘোষকে আসা যাওয়া করতে দেখা গিয়েছে। সন্দীপের স্ত্রীর নাম সঙ্গীতা ঘোষ। স্থানীয়দের বক্তব্য, […]