ভেঙে পড়া এয়ারক্রাফ্টের সন্ধানে তল্লাশি চালাবে ভারতীয় নৌসেনা ৷ ২০ অগস্ট ঝাড়খণ্ডের জামশেদপুরের এরোড্রোম থেকে একটি ট্রেনার এয়ারক্রাফ্ট রওনা দেয় ৷ তাতে একজন বিমানচালক এবং একজন শিক্ষানবিশ ছিলেন ৷ কিছুক্ষণ পরেই এয়ারক্রাফ্টটি নিখোঁজ হয়ে যায় ৷ সেই বিমানে থাকা একজনের দেহ পাওয়া গিয়েছে চান্ডিল জলাধারে ৷ এবার ভেঙে পড়া এয়ারক্রাফ্টের খোঁজে তল্লাশি চালাতে ১৯ সদস্যের একটি দল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে জামশেদপুরে এসেছে রাত ১২টা ৫০ মিনিট ৷ বৃহস্পতিবার নৌবাহিনী সূত্রে খবর, “বিশাখাপত্তনম থেকে নৌবাহিনীক একটি দল রাঁচিতে পৌঁছেছে ৷ তাঁরা ট্রেনার এয়ারক্রাফ্টটির সন্ধানে সাহায্য করবেন ৷ এই তল্লাশি অভিযানে যোগ দেবেন ৷” মঙ্গলবার বিমানটি ওড়ার খানিকক্ষণের মধ্যেই তা নিখোঁজ হয়ে যায় ৷ সরকারি সূত্রের খবর, অনুমান করা গিয়েছিল চান্ডিল বাঁধের জলাধারেই কোথাও বিমানটি ভেঙে পড়েছে ৷ বৃহস্পতিবার সকালে সেই চান্ডিল বাঁধের জলাধারে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় ৷ তাঁর দেহের একটি উর্দি রয়েছে ৷ তা দেখে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি ট্রেনি এয়ারক্রাফ্টে থাকা দু’জনের একজন ৷ সেরাইখেলা-খারসাওয়ান প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, “আজ সকালে বাঁধের জলে একটি দেহ ভাসতে দেখা যায় ৷ তাঁকে শনাক্ত করা হয়েছে ৷ তাঁর গায়ের উর্দি থেকে মনে করা হচ্ছে তিনি ওই এয়ারক্রাফ্টে থাকা একজন ৷” ট্রেনি এয়ারক্রাফ্টে ছিলেন বিমানচালক ক্যাপ্টেন জিতু সুতারু এবং ট্রেনি পাইলট শুভ্রদীপ ৷ সেটি ওই বাঁধেই ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে ৷ বুধবার একটি ৬ সদস্যের এনডিআরএফ দল ওই বাঁধে তল্লাশি চালায় ৷ সেসনা 1৫২ ট্রেনি এয়ারক্রাফ্টটি অ্যালকেমিস্ট এভিয়েশনের ৷ সেটি মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সোনারি এয়োড্রোম থেকে রওনা দেয় ৷ সেরাইখেলা-খারসাওয়ানের এসপি মুকেশ কুমার লুনায়াত জানিয়েছেন, গ্রামবাসীরা দাবি করে যে, ওই বাঁধে এয়ারক্রাফ্ট বিমানটি ভেঙে পড়েছে ৷ পূর্ব সিংভূমের ডেপুটি কমিশনার অনন্যা মিত্তালও জানিয়েছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের দেওয়া তথ্য অনুযায়ী, এয়ারক্রাফ্টের শেষ লোকেশন ছিল নিমডিহির কাছে চান্ডিল সাব-ডিভিশনে ৷
Related Posts
নেপালে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
মহারাষ্ট্র থেকে তীর্থযাত্রার উদ্দেশে তিনটি বাসে করে নেপালে রওনা দিয়েছিল ১০৪ জন ভারতীয়ের দল। দু’দিন আগেই উত্তরপ্রদেশ থেকে তারা পোখরায় পৌঁছায়। শুক্রবার সকালে পোখরার রিসর্ট থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট নীচে নদীতে পড়ল বাস। কাঠমাণ্ডু থেকে ১২০ কিলোমিটার দূরে তানাহুনের মারশিংডিতে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত […]
বারাণসীতে প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী নরেন্দ্র মোদি
স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে মাত্র দেড় লক্ষ ভোটে জয়ী, সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী রায়বরেলিতে কার্যত ঝড় তুলে দিয়েছেন। শেষ খবর পাওয়া অবধি, রায়বরেলি থেকে ৪ লক্ষের বেশি ভোটে বিজেপির দীনেশ সিংহকে হারিয়ে দিলেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি পেয়েছেন ৬০৮,২০১ ভোট, পাল্টা অজয় রাই পেয়েছেন ৪৫৭,৭৭৮ ভোট।
অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরলেন ২০৫ ভারতীয়
বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ২০৫ জন ভারতীয়। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা। যাত্রী তালিকায় রয়েছে ছয় শিশুও। বিমান সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি ফেরে সেটি। সূত্রের খবর, বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফের বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। […]