প্রবল বৃষ্টিতে জন্য ভেস্তে গেল কলকাতা-গুজরাতের ম্যাচ। দুই দলই পেল এক পয়েন্ট করে। গত ম্যাচে ইডেন গার্ডেন্সে বৃষ্টির জন্য মুম্বইয়ের বিরুদ্ধে ১৬ ওভারের খেলা হয়েছিল। আজ সোমবার এক বলও খেলা হল না নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফলে গুজরাট ও কলকাতার মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। সোমবারের পরে লিগ টেবিলে শীর্ষেই থেকে গেল নাইটরা। গৌতম গম্ভীরের দলের অবস্থানে অবশ্য কোনও পরিবর্তন হল না। এদিনের ম্যাচ থেকে এক পয়েন্ট ঘরে আসায় কেকেআরের পয়েন্ট হল ১৯। প্রথম কোয়ালিফায়ার খেলবে নাইটরাই। এদিন শুরু থেকেই ইঙ্গিত ছিল বৃষ্টি ভেস্তে দিতে পারে ম্যাচ। নির্দিষ্ট সময়ে টস হল না। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ আকাশ চিড়ে ফেলল। বৃষ্টি কখনও হল ঝমঝমিয়ে, কখনও আবার ঝিরঝিরে। একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করা হল। শেষ পর্যন্ত রাত সাড়ে দশটা নাগাদ জানিয়ে দেওয়া হল এদিনের ম্যাচ শুরু করা যাচ্ছে না। পিচ কভার অবশ্য সরিয়ে দেওয়া হয়েছিল। দুদলের ক্রিকেটাররা পিচ দেখেন। আউটফিল্ডও খতিয়ে দেখেন। ধারাভাষ্যকাররা বলছিলেন, এই ম্যাচ এমন কিছু গুরুত্বপূর্ণও নয়। কেকেআর প্লে অফের টিকিট আগেই জোগাড় করে ফেলেছে। সামনেই বিশ্বকাপ। ম্যাচ হলে ভিজে মাঠে চোট আঘাত হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে ম্যাচ অফিসিয়ালদের বিবেচনার উপরই সব ছেড়ে দেওয়া উচিত। ম্যাচ আম্পায়াররাও মাঠের পরিস্থিতি দেখে জানিয়ে দেন কলকাতা-গুজরাট ম্যাচ শুরু করা যাচ্ছে না।
Related Posts
রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও শেষ ওভারে হায়দরাবাদের কাছে হারলো পঞ্জাব
সানরাইজার্স হায়দরাবাদ: ১৮২-৯ (রেড্ডি ৬৪, সামাদ ২৫, অর্শদীপ ৪-২৯ )পাঞ্জাব কিংস: ১৮০-৬ (শশাঙ্ক ৪৬, কুরান ২৯)হায়দরাবাদ ২ রানে জয়ী। রুদ্ধশ্বাস ম্যাচে । লড়াই করেও শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারল পঞ্জাব কিংস। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। শুরুটা খারাপ করেননি পঞ্জাব বোলাররা। বিশেষ করে অর্শদীপ সিং যেভাবে শুরুতেই […]
সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারালো চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস: ২১৩/৩ (ঋতুরাজ-৯৮, মিচেল-৫২)সানরাইজার্স হায়দরাবাদ: ১৩৪/১০ (মার্করাম-৩২, ক্লাসেন-২০)৭৮ রানে জয়ী চেন্নাই সুপার কিংস হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে দুম্যাচ পর জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। গত দুই ম্য়াচে লখনউ সুপার জায়ান্টদের কাছে পরাস্ত হয় চেন্নাই। যার জেরে এক ধাক্কায় লিগ তালিকার পাঁচেরও নিচে নেমে যেতে হয়েছিল ধোনিদের। স্বাভাবিক ভাবেই জয়ের খিদে বাড়তে শুরু করে। […]
গুজরাত টাইটান্সকে ৯ উইকেট হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
গুজরাতকে হারিয়ে প্লে অফের আশা অবশেষে বাঁচিয়ে রাখল আরসিবি। টানা ৬ ম্যাচে হারের পর আগের ম্যাচে জয়ী হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও তারা সেই জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ছিল। অবশেষে ২৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় পেল আরসিবি। শেষ পর্যন্ত, উইল জ্যাকস ৪১ বলে অপরাজিত সেঞ্চুরি করেন। বিরাট কোহলি […]