রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। বুধবারই তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, শুক্রবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য আবেদন জানানো হবে। তার আগে শুক্রবার সকালে চলছে এনডিএ-র সংসদীয় বৈঠক। সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএ-এ নব নির্বাচিত সাংসদরা বসেছেন বৈঠকে। বৈঠকের সূচনা হয় জে পি নাড্ডার বক্তব্য দিয়ে। তারপরেই রাজনাথ সিং সংসদীয় দলের নেতা, এনডিএ-র নেতা এবং বিজেপির লোকসভার নেতা হিসেবে মোদির নাম প্রস্তাব করেন। নির্বাচিত সাংসদদের শুভেচ্ছা জানিয়ে রাজনাথ সিং বলেন, ‘শুক্রবারের এই বৈঠক বিজেপির লোকসভার নেতা, সংসদীয় দলের নেতা এবং এনডিএ-র নেতা ঠিক করার বৈঠক, আমার মতে এই সব ক্ষেত্রে সবথেকে উপযুক্ত নাম মোদিই।’ কেন মোদির নামে প্রস্তাব, বক্তব্যে তাঁর ব্যাখাও করেন রাজনাথ। জোটের শরিক দলগুলি, উপস্থিত সকল সাংসদ এই প্রস্তাবে সমর্থন জানায়। বৈঠকে বক্তব্য রাখেন চন্দ্রবাবু নাইডু। বক্তব্যে নির্বাচনকালে মোদির নিরলস প্রচারকে কুর্নিশ জানিয়েছেন। মোদি-শাহের বৈঠক, সভা কীভাবে ভোট টেনেছে এনডিএ জোটের দিকে, কর্মী সমর্থকদের মনে বিশ্বাস বাড়িয়েছে সেকথা বলেন তিনি। মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার গত ১০ বছরে দেশের জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে, নাইডুর মতে, তাঁর দেখা অন্যতম নেতা হলেন মোদি। নীতীশ কুমারের মতে, গত ১০ বছরে মোদি সরকার দেশের জন্য বহু কাজ করে ফেলেছেন, যা কিছু বাকি রয়েছে আগামি দিনে মোদি তাও সম্পূর্ণ করে ফেলবেন। সঙ্গেই জোটের শরিক দলের নেতা বলেন, ‘আগামিদিনে, সবদিন আমরা তাঁর সঙ্গে সম্পূর্ণ রূপে থাকব।’ প্রধানমন্ত্রীর প্রশস্তি করে নিতীশ বলেন, এবার কেউ কেউ জিতে গিয়েছেন, পরের বার মোদি যখন আসবেন, তখন সবাই হেরে যাবে। বিরোধীরা দেশের জন্য কোনও কাজ করেনি বলেও কটাক্ষ করেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহারের সঙ্গেই দেশ এবার আরও অনেক আগে যাবে মোদি-জামানায় বলেই আশা নীতীশের। তাঁর কয়েকমিনিটের বক্তব্যে বারবার উঠে এল, আগামিদিনেও একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকার এবং কাজ করার কথা।
Related Posts
কাল এনডিএ-র বৈঠকের পর ফের আজ নাড্ডার বাড়িতে অমিত শাহ
কাল এনডিএ-র বৈঠকের পর আজ নাড্ডার বাড়িতে অমিত শাহ রাজনাথ। শরিকদের নিয়ে সরকার গঠনের রুটম্যাপ তৈরি করতে বৈঠক: সূত্র । নীতীশ-নায়ডুর সমর্থন নিয়ে তৃতীয়বার সরকার গঠনের পথে মোদি। কাল ফের এনডিএ-র বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে দাবি পেশ। শনিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথের তোড়জোড় মোদির। অন্য়দিকে, ১০ বছর পর আরও একটা জোট সরকার গঠনের দোরগোড়ায় দেশ। […]
আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলায় হস্তক্ষেপ সুপ্রিমকোর্টের, মঙ্গলবারে শুনানি
কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। এবার বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে চলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এ নিয়ে শুনানি রয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ মামলার শুনানি করবে। কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ […]
বিহারে খুন প্রাক্তন মন্ত্রীর বাবা, বাড়ি থেকে উদ্ধার দেহ
প্রাক্তন মন্ত্রী ও বিকাশশীল ইনসান পার্টির সভাপতি মুকেশ সাহনির বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ । তাঁর নিজের বাড়ি থেকেই মিলল দেহ ৷ সেটি বিকৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙায় । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ এসডিপিও মণীশ চন্দ্র চৌধুরী-সহ বিরাউল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন । সূত্রের খবর, […]