রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা যাবে না। সি ভি আনন্দ বোসের করা একটি মামলায় মুখ্যমন্ত্রী-সহ তৃণমূলের প্রাক্তন সাংসদ ও বিধায়কদের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। রাজ্যপালের আবেদন মঞ্জুর করে বিচারপতি কৃষ্ণা রাও তাঁর অন্তবর্তী নির্দেশে জানিয়েছেন, রাজ্যপাল সাংবিধানিক পদে রয়েছেন। এই অবস্তায় কোনো অন্তবর্তী নির্দেশ না দিলে যাঁদের বিরুদ্ধে মানহানির অভিযোগ, তাঁদেরকে আরও আপত্তিজনক মন্তব্য করতে প্রশ্রয় দেওয়া হবে। আদালতের সেই সিদ্ধান্ত নিয়ে পালটা ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তাঁর বক্তব্য, এই মামলায় চ্যালেঞ্জ করা বিবৃতিগুলি মানহানিকর বা ভুল ছিল এমন কোনও সিদ্ধান্তে পৌঁছায়নি আদালত । মামলা এখনও বিচারাধীন রয়েছে। তবে আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করা হবে বলেও জানান তিনি। এক প্রেস বিবৃতিতে সঞ্জয় বসু বলেন, “মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা রাজভবনে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে। তিনি তাঁর কাছে আসা অসংখ্য মহিলার আশঙ্কার কথাই উল্লেখ করেছেন মাত্র। যে দু’টি অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাজভবনের এক মহিলা কর্মী এবং এক জন নৃত্যশিল্পী অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেছিলেন। তাঁর ওই মন্তব্য মানহানিকর নয়। সাধারণের স্বার্থে এমন কথা তিনি বলেছিলেন।” তিনি উল্লেখ করেছেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে এবং একজন নারী হিসেবে তিনি চোখ বন্ধ করে নারীদের অনুভূত দুঃখ-কষ্টের প্রতি অমনোযোগী থাকতে পারেন না। তাঁর বাক স্বাধীনতার অধিকার রয়েছে, যা ভারতের সংবিধানের ১৯ অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা হয়েছে।” সঞ্জয় বসু জানান, “মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য দায়বদ্ধ। এর আগেও যে কোনও ক্ষেত্রে, তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।” আদালতেও তাঁর দাবি ছিল, “এই ঘটনা জনসমক্ষে এসেছে অনেক আগেই। মিডিয়াতে যে সমস্ত মন্তব্য করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে মানহানির মামলায় সংবাদমাধ্যমকে যুক্ত না করলে সেই মামলা গ্রহণযোগ্য হতে পারে না।”
Related Posts
তৃণমূলের ২১ জুলাইয়ে সমাবেশে বিঘ্ন ঘটাতে লোকাল ট্রেন বাতিল ! কুণালের পোস্টের পরই সিদ্ধান্ত বদল রেলের
আগামী রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী-সমর্থকরা ওইদিন কলকাতায় ভিড় জমাবেন। ঠিক সেদিনই শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল বাতিলের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ে। আজই রেলের তরফে জানানো হয়েছিল, শিয়ালদহ শাখায় শনিবার ৪টি ও রবিবার ৭টি ট্রেন বাতিল থাকবে৷ রেলের তরফে জানানো হয়েছিল বাতিল ট্রেনের তালিকাও৷ রেলের এই সিদ্ধান্তকে চক্রান্ত বলে […]
‘অভিযানের নামে তাণ্ডব, দুষ্কৃতীদের চিনিয়ে দিন’, আর্জি কলকাতা পুলিশের
ছাত্র সমাজের নবান্ন অভিযানে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙ্গেছে। পুলিসের উপরে আক্রমণ করেছে। পুলিসও জলকামান দেগে, টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। নবান্ন অভিযানের ধুন্ধুমার কাণ্ডে যারা হিংসা ছড়িয়েছে তাদের কয়েক জনের ছবি প্রকাশ করল কলকাতা পুলিস। গোলমালকারীদের মধ্যে মহিলাও রয়েছেন। আরজি কর হাসপাতালে হামলার ক্ষেত্রেও এরকম ছবি প্রকাশ করেছিল কলকাতা পুলিস। পুলিসের উপরে […]
শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য, মরদেহ পৌঁছল আলিমুদ্দিনে, শ্রদ্ধা জানালেন বাম নেতা-কর্মীরা
প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিধানসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আনা হল আলিমুদ্দিনে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় দীনেশ মজুমদার ভবনে। আলিমুদ্দিনে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন বাম নেতা, কর্মী সমর্থকেরা। শ্রদ্ধা জানালেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক নেতারা। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রকাশ […]