প্রকাশ্যে এল নিঃশর্ত-এর ট্রেলার

সম্প্রতি রাজনীতির ময়দান ছাপিয়ে সরাসরি রুপোলি পর্দায় পা রাখেন রাজন্যা হালদার। মাস কয়েক আগেই পরিচালক প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন রাজন্যা। সম্প্রতি তাঁর ছবির হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে তাঁর। এবার জানা গেল তাঁর আরেক ছবির কথা। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক কফি শপে মুক্তি হল স্বল্পদৈর্ঘ্য ছবির ট্রেলার লঞ্চ। ছবির নাম ” নি:শর্ত “। এই ছবি একটা ভালোবাসার গল্প বলে, যে ভালোবাসা আর পাঁচটা সাধারণের মতোই। শূন্যস্থানের মধ্যে পূর্ণতার যে আনন্দ, সেই সমস্ত কিছুর গন্ডি ছাড়িয়ে তারা কাছে আসতে চায়, ভীষণভাবে ভালোবাসতে চায়। যারা একদিন এক চিলতে রোদ্দুর হওয়ার স্বপ্ন দেখেছিল তারা আজ আসমুদ্রহিমাচলের প্রতি তীর্থে ভালোবাসার উদাত্ত মন্ত্র ছড়িয়ে দিতে চায়, আর তারই এক ধাপ এগিয়ে দিয়েছে গল্প বলার মধ্যে দিয়ে পরিচালক সৌভিক দে। এই ছবিতে অভিনয় করেছেন রাজন্যা এবং  সৈকত। ছবির সংগীত পরিচালক সৌগত এবং জয় । প্রযোজক পিনাকী পাল।

error: Content is protected !!