সম্প্রতি রাজনীতির ময়দান ছাপিয়ে সরাসরি রুপোলি পর্দায় পা রাখেন রাজন্যা হালদার। মাস কয়েক আগেই পরিচালক প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন রাজন্যা। সম্প্রতি তাঁর ছবির হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে তাঁর। এবার জানা গেল তাঁর আরেক ছবির কথা। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক কফি শপে মুক্তি হল স্বল্পদৈর্ঘ্য ছবির ট্রেলার লঞ্চ। ছবির নাম ” নি:শর্ত “। এই ছবি একটা ভালোবাসার গল্প বলে, যে ভালোবাসা আর পাঁচটা সাধারণের মতোই। শূন্যস্থানের মধ্যে পূর্ণতার যে আনন্দ, সেই সমস্ত কিছুর গন্ডি ছাড়িয়ে তারা কাছে আসতে চায়, ভীষণভাবে ভালোবাসতে চায়। যারা একদিন এক চিলতে রোদ্দুর হওয়ার স্বপ্ন দেখেছিল তারা আজ আসমুদ্রহিমাচলের প্রতি তীর্থে ভালোবাসার উদাত্ত মন্ত্র ছড়িয়ে দিতে চায়, আর তারই এক ধাপ এগিয়ে দিয়েছে গল্প বলার মধ্যে দিয়ে পরিচালক সৌভিক দে। এই ছবিতে অভিনয় করেছেন রাজন্যা এবং সৈকত। ছবির সংগীত পরিচালক সৌগত এবং জয় । প্রযোজক পিনাকী পাল।
Related Posts
প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বর রাও
প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বর রাও। চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন ক্যানস্যারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। বিশ্বেশ্বর তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছ’বছর […]
শেষ হল আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজের শুটিং, ছেলের জন্য ১০০ কোটি বিনিয়োগ শাহরুখের
বাবা শাহরুখ খানের মত অভিনয় নয়, বরং পরিচালনায় উৎসাহ ছিল অনেক বেশি ছেলে আরিয়ান খানের। আর সেই আগ্রহ, ইচ্ছা থেকেই নিজের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’এর শুটিং শেষ করেলেন শাহরুখ পুত্র। সিরিজের শেষ দিনের শুটিং সমাপ্ত করে নিজের টিমের সদস্যদের সঙ্গে চলল উদযাপন। শনিবার নিজের পরিচালনায় প্রথম সিরিজের কাজ শেষ করেছেন আরিয়ান। তাই কলাকুশলীদের নিয়ে বিশাল […]
জন্মদিনে স্ত্রী’র থেকে বিশেষ উপহার পেলেন জিৎ গঙ্গোপাধ্যায়
আজ জন্মদিন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের। জন্মদিনে স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে তিনি পেয়েছেন দারুন উপহার। সারপ্রাইজ উপহার হিসেবে কুর্গে বেড়াতে নিয়ে এসেছেন স্ত্রী, চন্দ্রাণী। দু’দিন কাটিয়ে তারপর মুম্বই ফিরবেন বলে জানা জিৎ। জন্মদিনের স্পেশ্যাল খাওয়া দাওয়ায় থাকছে দক্ষিণী স্বাদ। সাউথ ইন্ডিয়ান খাবার দু’জনেরই বরাবরই পছন্দের। তাই সেই মেন্যুটি থাকছে জন্মদিনে।