‘বন্ধু’ জিওর্জিয়া মেলোনির ডাকে সাড়া, শপথ নিয়েই ইতালি সফরে প্রধানমন্ত্রী মোদি

 তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ইতালি সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। জি-৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য মোদিকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি। পাশাপাশি জয়ের জন্য মোদিকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। সেই আবেদনেই সাড়া দিতে চলেছেন মোদি। পাশাপাশি তিনি ইতালির স্বাধীনতা দিবসের ৭৯তম বার্ষিকী উপলক্ষ্যে সেদেশের মানুষকে শুভেচ্ছাও জানিয়েছেন।  ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে মেলোনি ও মোদির কথা হয়েছে বলে সূত্রের খবর। ইতালি সফরের পাশাপাশি সুইৎজারল্যান্ড সফরেও যেতে পারেন মোদি। আগামী ১৫ ও ১৬ জুন সুইৎজারল্যান্ডের বার্গেনস্টক শহরে ‘সামিট অব পিস ইন ইউক্রেন’ নামে সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে সেখানে মোদির যোগ দেওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। ইউক্রেনে সমস্যা মেটাতেই এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত মেটানোর উপর ভারত বারবারই সওয়াল করে এসেছে। তাই ভারত এই ব্যাপারে কী পদক্ষেপ নেয়, তার দিকে নজর রয়েছে সকলের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইঙ্গিত দিয়েছেন, সম্মেলনের আগে এই নিয়ে ভারতের পদক্ষেপের কথা জানানো হবে।

error: Content is protected !!