তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ইতালি সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। জি-৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য মোদিকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি। পাশাপাশি জয়ের জন্য মোদিকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। সেই আবেদনেই সাড়া দিতে চলেছেন মোদি। পাশাপাশি তিনি ইতালির স্বাধীনতা দিবসের ৭৯তম বার্ষিকী উপলক্ষ্যে সেদেশের মানুষকে শুভেচ্ছাও জানিয়েছেন। ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে মেলোনি ও মোদির কথা হয়েছে বলে সূত্রের খবর। ইতালি সফরের পাশাপাশি সুইৎজারল্যান্ড সফরেও যেতে পারেন মোদি। আগামী ১৫ ও ১৬ জুন সুইৎজারল্যান্ডের বার্গেনস্টক শহরে ‘সামিট অব পিস ইন ইউক্রেন’ নামে সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে সেখানে মোদির যোগ দেওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। ইউক্রেনে সমস্যা মেটাতেই এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত মেটানোর উপর ভারত বারবারই সওয়াল করে এসেছে। তাই ভারত এই ব্যাপারে কী পদক্ষেপ নেয়, তার দিকে নজর রয়েছে সকলের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইঙ্গিত দিয়েছেন, সম্মেলনের আগে এই নিয়ে ভারতের পদক্ষেপের কথা জানানো হবে।
Related Posts
এনটিএর ট্রাঙ্ক থেকে NEET-এর প্রশ্নপত্র চুরি! সিবিআইয়ের জালে ইঞ্জিনিয়ার সহ ২
নিট প্রশ্ন ফাঁস হামলায় আরও দু’জনকে গ্রেফতার করল CBI। জানা গিয়েছে, বিহার এবং ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। দু’জনেই প্রশ্ন ফাঁস চক্রে লিঙ্কম্যান হিসেবে কাজ করত বলে জানা যাচ্ছে। মঙ্গলবার পটনা এবং হাজারিবাদে অভিযান চালিয়ে এই দুই লিঙ্কম্যানকে পাকড়াও করেছে CBI। অভিযোগ, হাজারিবাগ থেকে ধৃত পঙ্কজ সিং ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র চুরি করে নিয়ে আসার […]
উত্তরাখণ্ডে দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫
আগুনের গ্রাসে উত্তরাখণ্ডের একের পর এক জঙ্গল। ভয়ংকর গরমে আরও বেড়ে উঠছে তার তীব্রতা। জঙ্গল ছাড়িয়ে আগুন কোথাও কোথাও ঢুকে পড়েছে লোকালয়ে। পুড়ে ছাই হয়েছে মানুষের ঘর-বাড়ি, গবাধি পশুর পাশাপাশি শেষ সম্বলটুকুও। দাবানলের জেরে উত্তরাখণ্ডে গত ৩ দিনে মৃত্যু হয়েছে ৫ জনের। এই পরিস্থিতিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ড থেকে রেহাই পেতে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন রাজ্যবাসী।
৬ মাস জেলবন্দি থাকার পর স্বস্তি, সুপ্রিমকোর্টে জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং
লোকসভা নির্বাচনের আগে জামিন মঞ্জুর আপ নেতা সঞ্জয় সিংয়ের ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি ৷ প্রায় 6 মাস তিনি দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন ৷ উল্লেখ্য, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সঞ্জয় সিংয়ের জামিনের বিরোধিতা করা হয়নি ৷ সঞ্জয় সিংয়ের জামিন […]