শিয়ালদা-বনগাঁ শাখায় রেল চলাচল ব্যাহত। সংহতি স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে ট্রেন। পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের তরফে। তবে, শিয়ালদা-বনগাঁ শাখায় আপ লাইনে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে বলে জানতে পারা গিয়েছে। অফিস ফেরত টাইমে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রেল যাত্রীদের। জানা গিয়েছে, প্রায় দু’ঘণ্টা ১৫ মিনিট বাদে আপ লাইনের খারাপ হয়ে যাওয়া ট্রেনটিকে বনগাঁর দিকে যাত্রী নামিয়ে নিয়ে যাওয়া হল। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাউন লাইন ধরে আসে শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার ট্রেন। বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সংহতি স্টেশনের কাছে একটি সিগন্যালিং-এর সমস্যার জন্য ট্রেন দাঁড়িয়ে পড়ে। রেলের আধিকারিকরা কাজ করছেন। ৫.১৫ নাগাদ সমস্যাটি দেখা যায়। তবে, রেল পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে বলা জানান তিনি। অনেক যাত্রী ট্রেনের চাকায় ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। রেলের আধিকারিকরা এসে বেশ কিছু জায়গায় মেরামতির কাজ শুরু করেছে। প্রায় ৪৫ মিনিটে বেশি ছিল ট্রেনটি। শিয়ালদা-বনগাঁ শাখায় আপ লাইনে বেশ কিছুক্ষণের জন্য রেল পরিষেবা ব্যাহত হয়। এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। ফলে চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের।
Related Posts
মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতীর তীরেই গড়ে উঠবে পর্যটক আবাস
উত্তর ২৪ পরগনা জেলায় পর্যটনের অন্যতম ক্ষেত্র টাকি। এবার সেখানে দুই একরের বেশি জায়গায় একটি বিলাসবহুল পর্যটক আবাস তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। ইতিমধ্যেই দপ্তরের পক্ষ থেকে জমি চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত পরিদর্শন হবে আগামী সপ্তাহেই। উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ অন্য প্রশাসনিক কর্তারা। ইছামতী নদীর তীরে টাকিতে […]
প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের গাড়ি
শনিবার সন্ধেয় দুর্ঘটনার কবলে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের গাড়ি। তবে ঘটনায় আহত হননি তিনি। বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান সৌগত। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোদপুরের এইচবি টাউনের সামনে। প্রচার সেরে ফিরছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। আচমকা একটি ম্যাটাডর এসে ধাক্কা মারে তাঁর গাড়ির পিছনে। দুর্ঘটনায় তাঁর চোট লাগেনি। কিছুক্ষণের […]
মাইথন-পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিভিসি, রাজ্য বন্যা পরিস্থিতি অবনতি!
একটানা ভারী বৃষ্টির জেরে পূর্ণ হয়ে রয়েছে মাইথন, পাঞ্চেত-সহ একাধিক জলাধার। তাই শুক্র এবং শনিবারের পরে রবিবারও মাইথন এবং পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কথা জানাল ডিভিসি। ডিভিসি সূত্রে খবর রবিবার বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে পাঞ্চেত জলাধার থেকে। অল্প পরিমাণে জল ছাড়া হয়েছে মাইথন থেকেও। এর মধ্যে পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে ১,১৪,০০ কিউসেক […]