এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ। লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি প্যাট কামিন্সদের। ৩৫ রানে দুই উইকেট হারায় তারা। খেলা ততক্ষণে গড়িয়ে গিয়েছে ষষ্ঠ ওভারে। কিন্তু হেডের সঙ্গে জুটি গড়ে নীতীশ খেলা ঘুরিয়ে দেন। করেন অপরাজিত ৭৬। অন্যদিকে ট্রাভিস হেড করেন ৫৮। পরে চমৎকার খেলে দেন হেইনরিখ ক্লাসেন। ১৯ বলে ৪২ করে অপরাজিত থাকেন তিনিও। ফলে ২০০ পেরতে সমস্যা হয়নি হায়দরাবাদের। এদিন বলা হাতে জঘন্য পারফরম্যান্স করলেন চাহাল। সদ্য টিটোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া স্পিনার তাঁর চার ওভারে দিলেন ৬২ রান! বাকিদের কেউই যেখানে ওভারপিছু গড়ে ১০ রানও দেননি, সেখানে তিনি দিলেন ১৫ রানেরও বেশি। হাতে ২০০ রান নিয়ে দুরন্ত শুরু করে হায়দরাবাদ। প্রথম ওভারেই চমকে দেন বহু যুদ্ধের ঘোড়া ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় বলে বাটলারকে ফিরিয়ে পঞ্চম বলেই সঞ্জু স্যামসনকেও ফেরান ভুবি। এভাবে দুটি দামি উইকেট পড়ে যাওয়ার ফলে নিশ্চিত ভাবেই চাপ বেড়ে গিয়েছিল মরুশহরের দলের উপরে। পর পর চারটি ম্যাচ জিতে গিয়েছিল রাজস্থান। এদিন জিতলে কার্যতই পরিষ্কার হয়ে যেত নকআউটের আসন। কিন্তু শুরুতেই পর পর উইকেট হারানোয় হারের জুজু দেখতে থাকেন দলের সমর্থকরা। যদিও অচিরেই লড়াইটা বিপক্ষ শিবিরে পৌঁছে দেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ। প্রথমজন ৩০ বলে এবং দ্বিতীয়জন ৩১ বলে অর্ধশতরান পান। তাঁদের পার্টনারশিপ জমে যাওয়ার পর কার্যতই অসহায় দেখাচ্ছিল হায়দরাবাদকে। কে জানত ইনিংসের শুরুতে শুরুতে জাদু দেখানো ভুবি ওস্তাদের মার দেখা যাবে শেষ রাতেও!অতিরিক্ত অ্যাডভেঞ্চারার্স হতে গিয়ে যশস্বী বোল্ড না হলে এই খেলায় রাজস্থান হারে না। ৪০ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়ে ৬৭ করে ম্যাচের ভিত গড়ে দিয়েই যান ভারতীয় ক্রিকেটের নতুন তারকা। তিনি আউট হওয়ার এক বল পরেই ছক্কা মেরে পরাগ যেন বুঝিয়ে দিতে চাইছিলেন এবার দলের ইনিংসের রাশ তাঁর হাতে। কিন্তু তুলে মারতে গিয়েই শেষপর্যন্ত লং অনে ধরা পড়েন তিনিও (৭৭)। ম্যাচের সর্বোচ্চ স্কোরার মারেন ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। আর এর পরই খেলা ক্রমশই ঝুঁকতে থাকে হায়দরাবাদের দিকে। ম্যাচের ১৭তম ওভারে দুরন্ত বল করে নটরাজন ম্যাচটিকে কার্যতই ৫০-৫০ পরিস্থিতিতে এনে ফেলেন। ধ্রুব জুড়েল আউট হন পরের ওভারের শুরুতেই। প্যাডের উপরে আসা বলে যে শট মেরে তিনি আউট হলেন তা নিয়ে কোনও নিন্দাই যথেষ্ট বলে মনে হয় না। বিশেষ করে একজন উদীয়মান তারকার কাছ থেকে ম্যাচের ওই পরিস্থিতিতে ওরকম শট আশাই করা যায় না। একেবারে শেষ ওভারে ভুবনেশ্বর কুমার যখন বল করতে এলেন তখন পরিস্থিতি একেবারে টেনশনে ভরপুর। ৬ বলে ১৩। সেখান থেকে ৩ বলে ৬। শেষে ১ বলে বাকি ছিল ২। আর সেই বলেই আউট পাওয়েল। লেগ-মিডলে নেমে আসা ফুলটস ফ্লিক করতে গিয়ে ফসকান তিনি।
Related Posts
রেফারির ভুল সিদ্ধান্তের কারণে ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় ভারতের
রেফারির ভুল সিদ্ধান্তের কারণে ভারত ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে প্রবেশ করে ইতিহাস তৈরির সুযোগ পেল না ৷ কারণ, মঙ্গলবার একটি বিতর্কিত গোলে ভর করে কাতার ভারতের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে সুনীল ছেত্রীর অবসরের পাঁচ দিন পর, বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের ৩৭তম মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের করা একটি গোলের সুবাদে […]
সূত্রঃ হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া!
হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ছেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বুধবার দুই কুস্তিগীর রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতেই, নির্বাচনে তাঁদের লড়াইয়ের ইঙ্গিত মেলে। এবার কার্যত সেই খবরে শিলমোহর পড়ল। হরিয়ানার জুলনা এবং বদলি আসন থেকে লড়তে পারেন ভিনেশ এবং বজরং। ভিনেশ লড়তে পারেন জুলনায় এবং পুনিয়ার আসন হতে পারে বদলি। সূত্রের তরফে প্রাথমিকভাবে এমন খবর মেলে। […]
জমি নিয়ে বচসা, উগান্ডার মহিলা অ্যাথলিট রেবেকা গেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী
পদক জিততে পারেননি ঠিকই, কিন্তু গত মাসে অংশ নিয়েছিলেন প্য়ারিস অলিম্পিক্সের ম্যারাথনে ৷ মাস ঘুরতে না-ঘুরতেই সব শেষ ৷ উগান্ডার মহিলা দৌড়বিদ রেবেকা চেপতেগেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী ৷ মাত্র ৩৩ বছরে মৃত্যু হল উগান্ডার ম্য়ারাথন রানারের ৷ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রেবেকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে সঙ্গীর আক্রমণে শরীরের […]