শিয়ালদা স্টেশন সম্প্রসারণের জেরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের জেরে প্রাণ গেল এক যুবকের। শুক্রবার টিটাগড়ের বাসিন্দা আলি হাসান (২২) নামে এক যুবকের চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়। ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকায় শুক্রবার কর্মস্থলে পৌঁছতে নাভিশ্বাস উঠেছে নিত্যযাত্রীদের। বিশেষ করে শিয়ালদহ মেইন, বনগাঁ ও হাসনাবাদ শাখার যাত্রীদের এদিন চূড়ান্ত নাকাল হতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে টিটাগড় স্টেশন থেকে ট্রেনে ওঠার চেষ্টা করেন আলি হাসান। তবে তখন ট্রেনের ভিতরে তিল ধারণের জায়গা ছিল না। ট্রেন চলতে শুরু করলেও দরজায় ঝুলতে থাকেন তিনি। কিছুক্ষণ পর খড়দা ও টিটাগড়ের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। অভিযোগ, এর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। তাঁদের দাবি, চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিবারের তরফে জানানো হয়েছে, যুবক টিটাগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পুরানি বাজার এলাকার বাসিন্দা। কাজে কলকাতা যাচ্ছিলেন তিনি। শিয়ালদহ স্টেশন সম্প্রসারণের কাজের জন্য বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার বেলা ২টো পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের ১ – ৫ নম্বর প্ল্যাটফর্ম। এর ফলে বহু ট্রেন দমদম স্টেশন পর্যন্ত চলছে। কলকাতা স্টেশন থেকে ছাড়ে এমন ট্রেনগুলিকে কলকাতা স্টেশন থেকে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।
Related Posts
প্রচারে গিয়ে গো-ব্যাক স্লোগানের মুখে শান্তনু ঠাকুর
নির্বাচনী প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । তাঁকে ছুড়ে মারা হয় জল । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় বসে পড়েন শান্তনু । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা পুরাতন বাজার এলাকায় । বিজেপি সূত্রে খবর, আজ […]
ফাঁস সন্দেশখালির স্টিং ভিডিওর পার্ট-২, টাকা পেয়েছে ৭২ মহিলা, কতগুলি পিস্তল-মদ লাগবে! ফের বিস্ফোরক বিজেপি নেতা
সন্দেশকালিকাণ্ডে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। আন্দোলনাকারী মোট ৭২ জন মহিলাকে একবার করে টাকা দেওয়া হয়েছে। সেখানেও মহিলাদের ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল বলে দাবি গঙ্গাধরের। ওই ভিডিয়োয় এমনটাই দাবি করলেন স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি citynext। বিজেপি নেতা ওই ভিডিয়ো স্বীকার করেন নেন শুভেন্দু অধিকারী […]
আগামীকাল বারাসত ও মথুরাপুরের ২টি বুথে পুনর্নির্বাচন, জানাল কমিশন
জানা গিয়েছে, গত ১ জুন রাজ্যে শেষ হয়েছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। নির্বাচন হয়েছে ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, বারাসত, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রে। অন্যদিকে উপনির্বাচন হয়েছে বরানগর কেন্দ্রে। রবিবার ছিল চূড়ান্ত ভোটদানের শতাংশ প্রকাশের দিন। তবে এদিন সন্ধেয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার ১৭ নম্বর বারাসত লোকসভা কেন্দ্রের […]