বিপর্যস্ত ত্রিপুরায় মর্মান্তিক ঘটনা। দুর্গতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল দুই জওয়ানের। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর পূর্ব ভারতের এই রাজ্য। ত্রিপুরার গ্রামের পর গ্রাম এখন জলের তলায়। দুর্যোগের কবলে পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। জানা গিয়েছে, বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের দুই জওয়ান। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১১টি পৃথক দল বর্তমানে উদ্ধার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে। শুক্রবার তারা ১২৫ জনকে দুর্যোগ কবলিত এলাকা থেকে উদ্ধার করেছে। এ ছাড়াও ঘটনাস্থলে রয়েছে বায়ুসেনাও। শনিবার সকালে বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বিপর্যস্ত এলাকাগুলিতে হেলিকপ্টারে করে চার হাজার খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে। রাঙামাটি, যতনবাড়ি, উদয়পুর, পশ্চিম মালবাসা, শঙ্কর পলি ও সংলগ্ন এলাকাগুলিতেও ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ২৮ টন ত্রাণ সামগ্রী ত্রিপুরার বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলিতে পৌঁছে দিয়েছে বায়ুসেনা। বন্যায় জওয়ানের প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবারই তিনি আকাশপথে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। পরিস্থিতি মোকাবিলায় শনিবার একটি সর্বদল বৈঠকও করেন তিনি।
Related Posts
মেঘালয়ে বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা
মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা। বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার সচিবালয় থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থন নিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে নতুন যাত্রা শুরু করল বাংলার শাসকদল। খবরটি নিজেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে মুকুল সাংমাকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। […]
চাকরির মেয়াদ ৫ বছর বাকি থাকতেই আচমকা পদত্যাগ UPSC চেয়ারম্যানের, পূজা খেদকার কাণ্ডের মধ্যেই সিদ্ধান্ত!
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন মনোজ সোনি। এখনও এই পদে ৫ বছর মেয়াদ বাকি ছিল মনোজ সোনির। তবে আজ আচমকাই তিনি সরে দাঁড়ালেন পদ থেকে। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত সমস্যা’র কথা উল্লেখ করেছেন মনোজ সোনি। শিক্ষানবিশ আমলা পূজা খেদকারকে ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তবে সেই বিতর্কের সঙ্গে যে মনোজ সোনির […]
Maharashtra: ঘুরতে নিয়ে যাননি স্বামী, রাগে গিয়ে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা, আত্মঘাতী যুবতী
কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন স্বামী। ফিরেছিলেন সপ্তাহের শেষে। তাও স্ত্রীকে না নিয়ে, বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। অশান্তির সূত্রপাত সেখানেই। স্বামী-স্ত্রীর অশান্তির জেরে প্রাণ হারাল শিশুকন্যাও। বছর ২৩-এর যুবতী শ্বাসরোধ করে খুন করেছেন ৪ বছরের মেয়েকে। আত্মঘাতী নিজেও। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার সিঁসেয়। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, যুবতীর স্বামী পেশায় একজন মৎসজীবী। কাজের সূত্রে পরিবার […]