একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত ত্রিপুরায় মৃতের সংখ্যা বেড়ে ২৪, উদ্ধারকাজে গিয়ে মৃত আরও ২ জওয়ান

বিপর্যস্ত ত্রিপুরায় মর্মান্তিক ঘটনা। দুর্গতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল দুই জওয়ানের। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর পূর্ব ভারতের এই রাজ্য। ত্রিপুরার গ্রামের পর গ্রাম এখন জলের তলায়। দুর্যোগের কবলে পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। জানা গিয়েছে, বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের দুই জওয়ান। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১১টি পৃথক দল বর্তমানে উদ্ধার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে। শুক্রবার তারা ১২৫ জনকে দুর্যোগ কবলিত এলাকা থেকে উদ্ধার করেছে। এ ছাড়াও ঘটনাস্থলে রয়েছে বায়ুসেনাও। শনিবার সকালে বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বিপর্যস্ত এলাকাগুলিতে হেলিকপ্টারে করে চার হাজার খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে। রাঙামাটি, যতনবাড়ি, উদয়পুর, পশ্চিম মালবাসা, শঙ্কর পলি ও সংলগ্ন এলাকাগুলিতেও ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ২৮ টন ত্রাণ সামগ্রী ত্রিপুরার বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলিতে পৌঁছে দিয়েছে বায়ুসেনা। বন্যায় জওয়ানের প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবারই তিনি আকাশপথে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। পরিস্থিতি মোকাবিলায় শনিবার একটি সর্বদল বৈঠকও করেন তিনি।

error: Content is protected !!