কলকাতা থেকে ৫ জনের এক পর্যটক দল ভোররাতে শিলিগুড়ি পৌঁছন। কালবিলম্ব না করে শেষরাতেই গাড়ি ভাড়া করে সিকিমের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গাড়িটি গড়িয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই পর্যটক দলের একজন ও গাড়ির চালক মারা যান। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। জানা গেছে, শনিবার ভোররাতেই গাড়িটি পর্যটক দলকে নিয়ে সিকিমের উদ্দেশে রওনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পর্যটকরা সকলেই কলকাতার। ১০ নম্বর জাতীয় সড়ক ধরেই তাঁরা যাচ্ছিলেন। সিকিমের সিংথামের কাছে সংখোলায় রানিখোলা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই রবীন্দ্রনাথ পাল (৭২) নামের এক পর্যটকের মৃত্যু হয়। বাঁচানো যায়নি গাড়ির চালককেও। যদিও চালকের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। নদীতে নেমে বাকি পর্যটকদের উদ্ধার করতে স্থানীয় মানুষ যেমন ঝাঁপিয়ে পড়ে, তেমনই সেখানে পুলিশ সাহসী ভূমিকার পরিচয় দেয়। পাহাড়ি নদী থেকে সমস্ত পর্যটকদের উদ্ধার করে ৪ পর্যটককে সিকিমের সিংথাম হাসপাতালে ভর্তি করানো হয়। যতদূর জানা গেছে, সেই পর্যটকদলে চার বছরের এক শিশুও রয়েছে। সাতসকালে এতবড় ঘটনায় সংখোলার সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Related Posts
‘আমার সঙ্গেও হতে পারত, নায্য দাবিতেই আন্দোলন’, তরুণী চিকিৎসক ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ খুললেন সাংসদ মহুয়া মৈত্র
বৃহস্পতিবার রাতে চার মিনিট আট সেকেন্ডের ভিডিও বার্তায় মহুয়া মৈত্র বলেন, ‘৯ অগস্ট ভোররাতে সরকারি আরজি কর হাসপাতালের চত্বরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘চিকিৎসকের জন্য আমার হৃদয় কাঁদছে।’ তিনি বলেন, ‘এই ঘটনার পরে যন্ত্রণার যে পরিবেশ তৈরি হয়েছে, সুরক্ষা নিয়ে যে উদ্বেগ […]
বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ উপনির্বাচন
শেষ হল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ ৷ তবে রানাঘাটে উত্তেজনা ছড়ায় ৷ বাগদায় উঠেছে বুথ জ্যামের অভিযোগ ৷ মানিকতলায় বিভিন্ন বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ উঠেছে ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল ৪টে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩১ জনকে ৷ বিকেল ৫টা […]
আসানসোলে পুলিশের উপর হামলা, গুরুতর জখম সিভিক ভলান্টিয়ার
বিক্ষোভ এবং জনরোষের খবর পেয়ে পুলিশ গিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। গ্রামবাসীদের পালটা ক্ষোভ গিয়ে পড়ল পুলিশের উপরেই। ভাঙচুর করা হলো পুলিশের বেশ কয়েকটি গাড়ি। মারধর করা হল পুলিশকে। ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর। আসানসোল উত্তর থানার অন্তর্গত ভানোরা খোলামুখ খনি ও ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত […]