বিহার সরকারের ডিএম বন্যা কবলিত এলাকাগুলোতে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। স্কুলের পড়ুয়ারা ঠিক মতো করে বন্যার কারণে যাতায়াত করতে পারছে না। গত শুক্রবার এক শিক্ষক নদী পার করার সময় গঙ্গায় পড়ে গিয়ে তলিয়ে যান। সেই কারণে বিহার সরকারের ডিএম সিদ্ধান্ত নিয়েছে এবং এক বিজ্ঞপ্তি জারি করেছেন যে অঞ্চলগুলো ডিএম এর আওতায় পরে সেই অঞ্চলগুলোয় যতদিন না বন্যার পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন স্কুল বন্ধ থাকবে। গত শুক্রবার এক বিহারের এক সরকারি স্কুলের শিক্ষক অবিনাশ কুমার গঙ্গা পার হওয়ার সময় পা পিছলে পড়ে যান এবং গভীর জলে তলিয়ে যায় তাঁর দেহ। এখনও উদ্ধার হয়নি তাঁর দেহ। উদ্ধার করার জন্য এসডিআরএফ টিম খুঁজে চলেছে। শিক্ষাবিভাগের সচিব বৈদ্যনাথ যাদব ডিএম দের পাঠানো নির্দেশিতার ওপরে বলেছেন যে ডিএম-রা তাঁদের এলাকাগুলো বন্যার জন্য স্কুলগুলোকে বন্ধ রাখার নির্দেশ জারি করেছে, এটা শিক্ষা দপ্তর সবকটা জায়গায় বন্ধ রাখার নির্দেশিকা জারি করেনি। বিহার সরকারের এক আধিকারিক জানান, এই নাসিরগঞ্জ ঘাটে ডুবে যাওয়া শিক্ষক অবিনাশ কুমার ছোট কাশিম চক এলাকার বাসিন্দা। পুলিশ বলেছে শিক্ষক নদী পার করার সময় নৌকায় পা পিছলে ডুবে যান। তাঁর দেহ খোঁজার চেষ্টা করছি।
Related Posts
প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল
সোমবার সিআইএসসিই আয়োজিত দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষার ফল ঘোষণা করা হল। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ এবং দ্বাদশের পরীক্ষা শেষের ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে রাজ্য। এ বার দু’টি পরীক্ষাতেই রাজ্যের ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। ২০২৪-এর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৯.২২ […]
উত্তরপ্রদেশের কানপুরে নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার ধর্মগুরু
উত্তর প্রদেশের কানপুরে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে সোনু হাফিজ নামের এক ধর্মগুরুকে গ্রেফতার করল ইউপি পুলিশ। মেয়েটি লুকিয়ে অবাঞ্চিত গর্ভধারণ রুখতে অ্যাবরশন পিল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান, ১৪ বছরের সেই নাবালিকা তিন মাসের অন্তঃসত্ত্বা। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর বাড়ির লোকেদের […]
মুম্বইয়ের গণপতি মন্দিরের তরুণীকে গণধর্ষণ করে খুন
মুম্বইয়ের গণপতি মন্দিরের সাধু ধর্ষণ করলেন এক তরুণীকে। করলেন খুনও। সঙ্গে ছিলেন আরও দুজন। নির্যাতিতার বয়ান মোতাবেক গ্রেফতারও হল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, এই মন্দিরের প্রধান পুরোহিত পুজো সংক্রান্ত কাজেই উত্তর প্রদেশ গিয়েছেন এবং তিনি বছর পঁয়তাল্লিশের রামগঙ্গা মিশ্রের উপর পুজোআচ্চার ভার দিয়ে যান। প্রসঙ্গত, রামগঙ্গা মিশ্রও উত্তর প্রদেশেরই এক মন্দিরের পুরোহিত, তিনি কিছুদিনের জন্য মুম্বইয়ে […]